
ফেসবুকে তিনি লেখেন, আমি প্রচণ্ড অসুস্থ। শুধু এটুকু বলতে চাই, এই মুহূর্তে অপুদি ( অপু বিশ্বাস ) যে অবস্থানে আছেন আমিও ঠিক সেই অবস্থানেই আছি। আমরা নারীরা এদের ক্যারিয়ারের কথা ভেবে ভেবে ছাড় দিতে দিতে মৃত্যু পর্যন্ত পোঁছে যাই, অথচ এরা দিব্যি তেমনি থাকে…দিনরাত প্রেমিকা প্রেমিকা বলে চিল্লাইতে থাকে! আর না….আর আমি তোকে ছাড় দিবো না…শুধু একটু সুস্থ হইতে দে! তোকে আর তোর সুবর্ণকে(প্রেমিকাকে) আমি জেলের ভাত খাওয়ায়ে ছাড়বো…ইনশাল্লাহ…!!
পরে আরও একটি স্ট্যাটাসে তিনি লেখেন, সিনেমার নাম ‘ রংবাজ ‘ …সব রংবাজেরা একসাথে! হাহাহাহা …’নারী নির্যাতন’ যদি বাংলাদেশ সরকারের এতই ইম্পটের্ন্ট ইস্যু হয়ে থেকে …তাহলে এই সমস্ত রংবাজেরা কেম্নে পার পায় …ক্ষমতার কারনে? সম্ভবত …করুণা হয় অইসমস্ত পুরুষদের নারীচাকরদের কথা ভেবে …তোরা কেম্নে পারিস?? তোদের কি কোনোই আত্মসম্মান নেই …?? তোরা কি আদৌও মানুষ!?
এ বিষয়ে একটি অনলাইন পোর্টালকে শামীম আহমেদ রনি বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরেই আলাদা থাকছি। আমাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। খুব শিগগির ডির্ভোস দিব তাকে। ব্যস্ততার কারণে এতদিনে কাজটি করতে পারিনি। ’
তিনি আরো বলেন, ‘সুবর্ণ বলতে কেউ নেই। এটা একটা কাল্পনিক চরিত্র। আমার পরবর্তী সিনেমার নায়িকা চরিত্রের নাম সুবর্ণ। আর সে সিনেমাটার গল্পও আমি লিখছি। তাই আমার যখন যা ভালো লাগে সুবর্ণকে নিয়ই লিখি। এর আগেও আমি সবুজ নামে লিখতান। সবুজ নামে আমার একটা বই আছে। এ নামের কাউকে আমি চিনি না।