খােলা বাজার২৪।। বুধবার, ১২ এপ্রিল ২০১৭: চৈত্র সংক্রান্তিতে আরটিভিতে প্রচার হবে নাটি বিস্কুট নিবেদিত স্পেশাল ড্রামা গুড নাইট গুডি মনিং। মাইদুল রাকিবের রচনা ও পরিচালনায় নাটকে অভিনয় করেছেন ইমন, সারিকা প্রমুখ। নাটকটি প্রচার হবে ১৩ এপ্রিল বৃহস্পতিবার রাত ৮টা ১০ মিনিটে আরটিভিতে।
নাটকে দেখা যাবে শুভ ৬ বছর ধরে একটি মেয়েকে পছন্দ করে। মেয়েটি যখন নবম শ্রেণিতে পড়ে তখন থেকে এখন অনার্স দ্বিতীয় বর্ষ, এখনও সমানে ভালবেসে যাচ্ছে। কিন্তু মেয়ে এখনও কিছুই জানে না। কারণ শুভ প্রতিদিন ক্লাশ ছুটির পথে দূর থেকে পালিয়ে শ্বাস বন্ধ করে পলক দেখে।
মেয়েটিকে ভয়ে সামনে গিয়ে কিছু বলতে না পারলেও এতেই সে এক ধরনের শান্তি পায়। মেয়েটিও দেখতে এমন যে যাকে ৬ বছর যাবৎ এক পলক দেখার জন্য দাঁড়িয়ে থাকা যায়, ভার্সিটির হাজারো মেয়ের মধ্যে সে অন্যতম। মেয়েটির নাম নিশি।
নিশির প্রতিদিন ঘুম ভাঙ্গে সকাল ৮টায় অচেনা এক নাম্বার থেকে গুড মর্নিং এবং রাত ১২টায় গুড নাইট শুনে। কিন্তু সে জানেনা কে এই মানুষ? নাম্বারটা পেইন নামে সেভ করা। কিন্তু দিনে দিনে এই এসএমএস’র প্রতি তার একধরণের প্রেম তৈরি হয়েছে। অনেক চেষ্টা করেও জানতে পারেনি কে এই এসএমএস পাঠায়।
এভাবেই এগিয়ে যেতে থাকে গল্প। একটা সময় গুড মর্নিং’র অভ্যাসটা আই লাভ ইউ-য়ে পরিণত হয়।