Tue. Sep 16th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। শনিবার, ১৫ এপ্রিল ২০১৭: মাদারীপুর জেলার শিবচরে ট্রাকের ধাক্কায় মিরাজ খলিফা (৪০) নামের এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত দশটার দিকে উপজেলার হাজী শরিয়তউল্লাহ সেতুর পূর্বপাড়ে দূর্ঘটনাটি ঘটে।
শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ঢাকা-খুলনা মহাসড়কের হাজী শরিয়তউল্লাহ সেতুর পূর্বপাড়ে যাত্রী নামিয়ে ইজিবাইকটি বিপরীত দিকে ঘুরতে গেলে পেছন থেকে আসা একটি ট্রাকের সাথে সজড়ে ধাক্কা লাগলে ইজিবাইকটি দুমড়েমুড়চে যায়। এ ঘটনায় ইজিবাইকের চালক মিরাজ খলিফা ঘটনাস্থলেই মারা যান।
নিহত মিরাজ উপজেলার নিলখী ইউনিয়নের কলাতলা এলাকার আলিম খলিফার ছেলে।
শিবচর হাইওয়ে থানার এসআই আবু সাঈদ বলেন,‘রাত দশটার দিকে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালকের মৃত্যু হয়। এসময় ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছের সাথে ধাক্কা লাগে। ট্রাকটিকে আটক করা হয়েছে।