Wed. Sep 17th, 2025
Advertisements
accident-001খােলা বাজার২৪।। শনিবার, ১৫ এপ্রিল ২০১৭: বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও রডবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল লায়লা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়েছে। তবে তাদের কারো নাম-পরিচয় জানা যায়নি।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সোহেল রানা জানান, বগুড়া থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে রডবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনে অংশ দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়েছে। তবে এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।