Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

34খােলা বাজার২৪।। বুধবার, ১৯ এপ্রিল ২০১৭:  আজান নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে এবার কঠোর শাস্তি-হুশিয়ারীর মুখোমুখি হলেন ভারতীয় সঙ্গীত তারকা সোনু নিগম। সোনুর মাথা মোড়ালে নগত ২০ লাখ রুপি পুরস্কারের ঘোষণা দিয়েছে ভারতীয় ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ইউনাইটেড কাউন্সিল। খবরটি প্রকাশ করেছে ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যম।

ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ইউনাইটেড কাউন্সিলের সহ-সভাপতি সৈয়দ শা আতেফ আলি আল কাদেরি এই ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়ে বলা হয়, ‘কেউ সোনু নিগমের মাথা মুড়িয়ে তার গলায় পুরনো ছেড়া জুতার মালা পরিয়ে দিয়ে ঘোরাতে পারলে ব্যক্তিগতভাবে তাকে বিশ লাখ রুপি অর্থ দেয়া হবে।’
উল্লেখ্য, আজান নিয়ে বিতর্কিত টুইটের জেরে সোমবার সোশ্যাল মিডিয়ায় দিনভর সমালোচিত হয়েছেন ভারতের গায়ক সোনু নিগম। সেই ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করতে ফের টুইট করলেন সোনু। মঙ্গলবার দুপুরে তিনি টুইটে লেখেন, ‘…আপনার স্ট্যান্ড দেখে বোঝা যায় আপনার আইকিউ কোন লেভেলের। আমি বলেছিলাম মসজিদ এবং মন্দিরে লাউডস্পিকার বাজানো উচিত নয়।’

মুম্বাইতে সোনু যেখানে থাকেন তার ঠিক সামনেই একটি মসজিদ রয়েছে। প্রতি দিন ভোরে আজানের শব্দে তাঁর ঘুম ভাঙে, এমনটাই তার দাবি। আর সেই আজান নিয়ে বিরক্তি জানাতে গিয়ে সোনু প্রথমে ‘ঈশ্বর সকলের মঙ্গল করুন’ লিখে গতকাল টুইট শুরু করেছিলেন। কিন্তু, তার পরেই কয়েকটি বাক্য জুড়ে দেন। লেখেন, তিনি মুসলিম নন। অথচ প্রতি দিন সকালে আজানের আওয়াজে তার ঘুম ভাঙে। এর পরেই তার প্রশ্ন, ‘জোর করে এ ভাবে ধর্মের সশব্দ ঘোষণা এ দেশে কবে বন্ধ হবে?’

সোনু থামেননি। মিনিট পাঁচেক পরের এক টুইটে লিখেছেন, ‘মুহাম্মদ যখন ইসলাম সৃষ্টি করেন, তখন তো বিদ্যুৎ ছিল না। তা হলে এখন এই চিত্কার-চ্যাঁচামেচি কেন সহ্য করতে হবে?’ দ্বিতীয় টুইটের পরেও সোনু একই কায়দায় ব্যাট করে গিয়েছেন। তিনি যে শুধু মুসলমানদের আক্রমণ করতে চান না সে কথা বোঝাতে গিয়ে সোনু লিখছেন, ‘মন্দির বা গুরুদ্বারেও ভোরবেলা আলো জ্বালিয়ে অন্য ধর্মের মানুষের ঘুম ভাঙিয়ে দেওয়াতেও আমি বিশ্বাস করি না।’ এর পরেই তিনি দু’টি শব্দ লিখেছেন, ‘সত্?’ ‘সত্যি?’ আর তাতেও বিভ্রান্তি ছড়িয়েছে। অনেকের মতে, তিনি ব্যঙ্গ করেছেন ওই দু’টি শব্দে।

টুইটারে সোনুর এইসব মন্তব্যের পরেই সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় ওঠে।