Sat. Sep 20th, 2025
Advertisements

42খােলা বাজার২৪।। বুধবার, ১৯ এপ্রিল ২০১৭:  বাল্য বিয়ে আইনে ১৮ বছরের আগে মেয়ে এবং ২১ বছরের আগে ছেলেদের বিয়ে দেয়া নিষেধ থাকলেও জরুরি প্রয়োজনে অভিভাবক ও আদালতের সম্মতিতে সঠিক সময়ের আগে ছেলে-মেয়েদের বিয়ে দেয়া যাবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

বুধবার দুপুরে সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) সাব-রেজিস্টারদের বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা জানান।
মন্ত্রী আনিসুল হক বলেন, বাল্য বিয়ে আইনটি অত্যন্ত পরিষ্কার। আইনে সব সময় জরুরি পরিস্থিতি মোকাবেলা করতে বিশেষ ব্যবস্থা থাকে। ঠিক সেই রকমভাবেই বাল্য বিয়ে আইনেও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। যা শুধু মাত্র জরুরি পরিস্থিতিতে আদালত ও অভিভাবকদের সম্মতিক্রমে সঠিক সময়ের আগে ছেলে-মেয়েদের বিয়ে দেয়া যাবে।
গত দুই মাস ধরে ৩০ জন সাব-রেজিস্টারদের নিয়ে চলা বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী রেজিস্টারদের মাঝে সনদ দেয়া হয়।