Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

173122_1

খােলা বাজার২৪।। শনিবার, ২২ এপ্রিল ২০১৭: আশির দশকের এক ভয়ানক নারী ডনের চরিত্রে অভিনয় করবেন দীপিকা। জানা গেছে, বিশাল ভরদ্বাজের পরের ছবিতে জুটি বাঁধবেন দীপিকা পাড়ুকোন ও ইরফান খান। ফের বড়পর্দায় দেখা যাবে ‘পিকু’র এই জুটির ম্যাজিক। চিত্রনাট্য অনুযায়ী, দীপিকার চরিত্রের নাম রহিমা খান। যদিও সকলে তাকে স্বপ্না দিদি নামেই চিনবেন। এমন একজন মাফিয়া যিনি দাউদ ইব্রাহিমকে মেরে ফেলতে চান।

ইরফানের চরিত্রটি এক স্থানীয় গ্যাংস্টারের। যিনি দীপিকাকে ভালবেসে দাউদকে মারার কাজে সাহায্য করেন। হানি ত্রেহান পরিচালিত এ ছবির গল্প নেয়া হয়েছে এস হুসেন জায়িদির বই ‘মাফিয়া কুইনস্ অব মুম্বাই’ থেকে। এ ছবির সহপ্রযোজক প্রেরণা আরোরা সাংবাদিকদের বলেন, ‘খবরটা ঠিক। আমরা বিশালজির সঙ্গে একটা ছবি প্রযোজনা করছি। এই যৌথ প্রকল্প নিয়ে আমরা খুবই আশাবাদী।’