Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

13খােলা বাজার২৪।। মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭: বাস্তবের মাহেন্দ্র সিং ধোনির হয়ে সমালোচকদের জবাব দিয়েছেন পর্দার ধোনি খ্যান বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। গত ম্যাচে ধোনির ম্যাচ উইনিং ব্যাটিংয়ের জন্য ১৮০ ডিগ্রি পাল্টি খেয়ে ভাল ভাল কথা লিখতে বাধ্য হয়েছিলেন পুনে সুপারজায়ান্টস দলটির মালিকের ভাই হর্ষ গোয়েন্‌কা। তার আগে ধোনির টি২০র যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন স্বয়ং প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এ বার যেন তাদেরকে ঘুরিয়ে একহাত নিলেন অনস্ক্রিন ধোনি।
হায়দরাবাদের বিরুদ্ধে অপরাজিত ৬১ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েছেন ধোনি। তার কয়েকদিন আগেই সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ধোনি ওয়ান ডে স্টার, টি২০ নয়। ধোনির এই ইনিংসের পর সেটাকেই কাউন্টার করলেন সুশান্ত। শেষ বলে যখন দু’রান দরকার তখন বাউন্ডারি হাঁকিয়ে দলকে জয় এলে দিয়েছিলেন বিশ্বের সেরা ফিনিশার ধোনি। তার পরই ব্যাট হাতে টুইটারে নেমে পড়েন হর্ষ গোয়েন্‌কা থেকে সুশান্ত সিংহ রাজপুত। যদিও সরাসরি সৌরভের নাম নেননি সুশান্ত। বিরাট কোহালিও ধোনির ইনিংসের প্রশংসা করেছিলেন।

আইপিএল-এর শুরুটা ভাল হয়নি। যে কারণে নানা মন্তব্য উড়ে আসছিল ধোনিকে লক্ষ্য করে। কিন্তু জবাবও দিলেন, মাঠেই। এর আগে আর সিবির বিরুদ্ধে একটি ম্যাচে ধোনি রবীন্দ্র চাহালের বলে ছক্কা মেরে বল স্টেডিয়ামের ছাদে নিয়ে ফেলেছিলেন।