Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শুক্রবার, ২৮ এপ্রিল ২০১৭: 33বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে এফআইআর দায়ের করা হল ঠানের ভিওয়ান্ডি থানায়। শিল্পা ও রাজ এক বস্ত্রশিল্প সংস্থার মালিককে ঠকিয়ে ২৪ লক্ষ রুপি নিয়েছেন বলে অভিযোগ।

ডেপুটি পুলিশ কমিশনার মনোজ পাতিল একটি ট্যাবলয়েডকে জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির ৪০৬ (বিশ্বাসভঙ্গ) এবং ৪২০ (প্রতারণা) ধারায় ভিওয়ান্ডি থানায় শিল্পা ও রাজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশের এক আধিকারিক ওই ট্যাবলয়েডকে বলেছেন, ভিওয়ান্ডির এক বস্ত্র কারখানার মালিক অভিযোগ করেন যে, তার হয়ে টাকা সংগ্রহ করলেও তাকে ওই টাকা দেননি কুন্দ্রা দম্পতি।

পুলিশের ওই আধিকারিক আরও বলেছেন, টিভি বিজ্ঞাপনের মাধ্যমে মালোটিয়া টেক্সটাইলসের পক্ষে বিক্রি হওয়া বেডশিটের দাম সংগ্রহ করেছিল বিগ ডিলস নামে একটি কোম্পানি। ওই কোম্পানির ডিরেক্টর পদে রয়েছেন শিল্পা ও রাজ। কিন্তু সেই টাকা আর মালোটিয়া টেক্সটাইলসকে ফেরত দেয়া হয়নি বলে অভিযোগ।