Thu. Sep 18th, 2025
Advertisements

29kখােলা বাজার২৪।। রবিবার, ৩০ এপ্রিল ২০১৭: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের চরজুবলী গ্রামের বাসিন্দা, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রী কমিটির সহ-সভাপতি, চরজুবলী অলি উল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সুবর্ণচর উপজেলা প্রেসক্লাব সাবেক সভাপতি আলী আক্কাছের পিতা আলী আকবর (লেদু মিয়া) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাহি রাজিউন)।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি এক স্ত্রী, ৬ ছেলে, ৭ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরদিন শুক্রবার সকাল ৯টায় সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে তাঁর নামাজে জানাযা শেষে স্থানীয় মসজিদে বাইতুন নূর এর পাশে তাঁর লাশ দাফন করা হয়।

মরহুমের জানাযার নামাজে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.হানিফ চৌধুরী, দৈনিক সচিত্র নোয়াখালী পত্রিকার সম্পাদক আমিরুল ইসলাম হারুন, বেসরকারি উন্নয়ন সংস্থা এন-রাশ প্রধান নির্বাহী মো.আবুল হাসেম, উপমা’র সমন্বয়কারী মো.রফিক উল্যাহ, ডা.বোরহান উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসুল্লি অংমগ্রহন করেন। প্রবীণ ব্যক্তিত্ব আলী আকবরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।