Thu. Sep 18th, 2025
Advertisements

30kখােলা বাজার২৪।। রবিবার, ৩০ এপ্রিল ২০১৭: চলতি বছরের ২২ জানুয়ারি ‘একজন ভ্যানচালক তিথীর গল্প’ শিরনামে দৈনিক জাতীয় একটি পত্রিকায় সংবাদ ছাপা হয়। সংবাদটি প্রকাশের পর ‘মুসলিম এইড’ নামক একটি এনজিও বাংলাদেশ ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা তিথীকে সাহয্যোর জন্য হাত বাড়িয়ে দেয়। মানবজমিনের বগুড়া জেলা প্রতিনিধি প্রতীক ওমরের মাধ্যমে তিথীর আর্থিক সাবলম্বির জন্য পাঁচটি ছাগল কিনে দেওয়া হয়। গত শনিবার স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে তিথীর হাতে ছাগল তুলে দেন, নন্দীগ্রাম উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা। এসময় উপস্থিত ছিলেন, দৈনিক মানবকণ্ঠের বগুড়া ব্যুরো এসএম আবু সাঈদ, মানবজমিনের জেলা প্রতিনিধি প্রতীক ওমর, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বকুল হোসেন, দপ্তর সম্পাদক ফিরোজ কামাল ফারুক, পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আতাউর হোসেন মান্না, উপজেলা ছাত্ররীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, সহ-সভাপতি আব্দুর রশিদ প্রমূখ। উল্লেখ্য, তিথি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রনবাঘা এলাকার বাসিন্দা। সে ওই এলাকার মৃত ইয়াকুব আলীর কন্যা। আর্থিক দৈণ্যতার কারণে তিথি প্রতিদিন নন্দীগ্রাম ও নাটোরের সিংড়া উপজেলার সিমান্তবর্তী এলাকার রাস্তায় অটো-ভ্যান চালাত। লেখা পড়া শেখা হয়নি তার। তাই ছোট খাট কোন চাকরি পাবার আশাও নেই তার। সে কারণে জীবণ জীবিকা নির্বাহর জন্য বেছে নিয়েছে এই পেশা। তিথি সংগ্রামী জীবন-যাপন করছে। সে পুরুষের সাথে সমান তালে ভ্যান চালিয়ে রোজগার করে। ভ্যান চালানোর পাশাপাশি সে গ্রামে বিভিন্ন কাজও করে। বৃদ্ধা মা’র সংসারের অভাব মোচন করার জন্য এ আত্মপ্রত্যয়ী বালিকা জীবন যুদ্ধে অবিরাম সংগ্রাম করে চলেছে। তিথির সংগ্রামী জীবনের সংবাদ পেয়ে ‘মুসলিম এইড’ ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা তার পাশে দাঁড়িয়েছে। এজন্য তিথী বলেছেন, এখনো সমাজে ভালো মানুষ, ভালো সংগঠন আছে। তাদের এই সহযোগিতা একটি সুবিধা বঞ্চিত নারী এবং তার পরিবারকে কিছুটা আলো মুখ দেখাবে।