Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭: 77‘বাহুবলী টু’ জ্বরে ভুগছে এখন গোটা বিশ্ব। জেনে নিন সিনেমাটি সম্পর্কে পাঁচ অজানা তথ্য।

১. শিবগামীর চরিত্রটি করার কথা ছিল শ্রীদেবী’র

প্রভাস, সত্যরাজ কিংবা রানা দগ্গুবতীর মত তারকাদের উপস্থিতি সত্ত্বেও ‘বাহুবলী’ সিরিজের অন্যতম আকর্ষণ শীবগামী চরিত্রে রম্য কৃষ্ণণের বলিষ্ঠ অভিনয়। অনেকেই জানেন না, এই চরিত্রটি প্রথমে প্রস্তাব করা হয় একসময়ের জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী শ্রীদেবীকে। কিন্তু শ্রীদেবী এই চরিত্রের জন্য আকাশছোঁয়া পারিশ্রমিক দাবি করলে মহেশমতীর রাজমাতার চরিত্রটি চলে যায় রম্য কৃষ্ণণ-এর কাছে।

২.‘বাহুবলী’র জন্য অন্য ছবিকে না

‘বাহুবলী’র মাধ্যমে দক্ষিণ ভারতীয় তারকা থেকে গোটা ভারতের মহাতারকা বনে গেছেন প্রভাস। তবে এরজন্য কম ত্যাগ স্বীকার করতে হয়নি তাকে! ‘বাহুবলী’ ও ‘বাহুবলী টু’-এর জন্য তেলুগু এই অভিনেতা পাঁচ বছর ধরে বিরত ছিলেন অন্য কোনো ছবিতে চুক্তিবদ্ধ হওয়া থেকে। একাগ্রচিত্তে এতদিন ধরে কেবল এই একটি চরিত্রেই মনোনিবেশ করেছেন তিনি।

৩.শিশু বাহুবলী আসলে একটি মেয়ে!

‘বাহুবলী’র প্রথম পর্বের সেই দৃশ্যটির কথা মনে আছে? যেখানে শিবগামী এক হাতে শিশু বাহুবলীকে উঁচু করে সাঁতরে পার হন নদী? ওই দৃশ্যে অভিনয় করেছিল যে শিশুটি, সে আসলে ছিল একটি মেয়ে! ‘বাহুবলী’র একজন নির্বাহী প্রযোজকের মেয়ে অক্ষিতাকে বেছে নেওয়া হয় ওই দৃশ্যের জন্য। ওই সময় অক্ষিতার বয়স ছিল কেবল ১৮ দিন!

৪.ছয়-মাস ধরে যুদ্ধের প্রশিক্ষণ!

‘বাহুবলী’ নির্মাতা এস.এস রাজামৌলি যে একজন পারফেকশনিস্ট- সেকথা এরমধ্যেই জেনে গেছেন সবাই। বাহুবলী আর বল্লালদেবের সম্মুখসমরের দৃশ্য যেন নিখুঁত হয়, সেজন্য ছয় মাস ধরে দুই অভিনেতা প্রভাস ও রানা দগ্গুবতীকে লড়াইয়ের প্রশিক্ষণ নিতে বাধ্য করেছিলেন তিনি। এর জন্য সুদূর ভিয়েতনাম থেকে মার্শাল আর্টস-এর প্রশিক্ষকের ব্যবস্থাও করেছিলেন তিনিই।

৫.‘বাহুবলী’র আগে ‘অ্যাকশন জ্যাকসন’

২০১৪ সালের সিনেমা ‘অ্যাকশন জ্যাকসন’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল ঠিকই, কিন্তু বলিউডে প্রভাসের অভিষেক ঘটে ওই সিনেমা দিয়েই। অজয় দেবগন অভিনীত সিনেমাটিতে অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি, সেইসঙ্গে দুর্দান্ত অ্যাকশনের মাধ্যমে জানান দিয়েছিলেন পরের সিনেমা ‘বাহুবলী’র কথাও!