Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শনিবার, ৬ মে, ২০১৭:55ভারতীয় নায়িকার প্রেমে পড়ে সমালোচনার মুখে পড়েছেন ঢালিউডের নির্মাতা রফিক শিকদার! তার পরিচালনায় ‘হৃদয় জুড়ে’ সিনেমায় অভিনয় করছিলেন কলকাতার প্রিয়াঙ্কা সরকার। সেখানকার এবেলা পত্রিকায় শুক্রবার এ বিষয়ে খবর প্রকাশ হলে হইচই পড়ে যায়। অবশ্য নায়িকার সঙ্গে গড়বড় ফেসবুকে আগেই রাষ্ট্র করেছিলেন রফিক। কিন্তু প্রিয়াঙ্কার ফেসবুক স্ট্যাটাস বলছে, বিষয়টি ব্যক্তিগত পর্যায়েও গড়িয়েছে। পরিচালকও প্রেমে পড়ার বিষয়টি স্বীকার করে নিলেন।

এই বিষয়ে শনিবার দুপুরে রফিক শিকদার বলছিলেন, ‘সত্যি আমি সিরিয়াসলি প্রেমে পড়েছিলাম প্রিয়াঙ্কার। আসলে ওর মানসিক দুরবস্থা দেখে মায়াজালে আটকা পড়েছিলাম। শুটিংয়ে সবসময় অন্যমনস্ক থাকত। হুট করেই প্রচণ্ড রকমের রেগে যেত।’

সে কি আপনার প্রস্তাবে সাড়া দিয়েছে কখনো? রফিক বললেন, ‘বুঝতে কষ্ট হচ্ছিল। ওকে বুঝতে রীতিমতো গবেষণা করতাম। এই বেলায় ভালো তো, অন্য বেলায় অন্য রকম লাগত তাকে।’

সিনেমার শুটিং হয়েছে ৬০ ভাগ। প্রিয়াঙ্কাও এর মধ্যে বেঁকে বসেছেন। সব মিলিয়ে সংকটে পড়েছে ‘হৃদয় জুড়ে’। রফিক বললেন, ‘অনেকেই ভুল বুঝেছেন আমাকে। আমি একটি সংবাদ সম্মেলন করে শিগগিরই সব কিছু জানাব ভাবছি।’

ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ড প্রযোজিত ‘হৃদয় জুড়ে’তে প্রিয়াঙ্কার বিপরীতে আছেন নিরব। আরো অভিনয় করছেন কাজী হায়াৎ, সুচরিতা, সুব্রত, রোদেলা ও কলকাতার রজতাভ দত্ত।

এদিকে ফেসবুক ও হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রি শেয়ার করে প্রিয়াঙ্কা জানিয়েছেন, এই ধরনের মানুষ দুই বাংলার চলচ্চিত্র জগতের জন্য ক্ষতিকারক৷ নিন্দাও জানিয়েছেন কেউ কেউ। বেঙ্গল পলিসি ফাউন্ডেশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট কৃশানু মিত্র প্রিয়াঙ্কার প্রতি সহমর্মিতা জানিয়ে টুইটারে লেখেন, গ্ল্যামার ওয়ার্ল্ডের জন্য সুরক্ষা প্রয়োজন৷ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিও আকর্ষণ করেছেন তিনি৷