Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

20খােলা বাজার২৪।। সোমবার, ৮ মে, ২০১৭: বাবা শক্তি কাপুরের মেয়ে শ্রদ্ধা কাপুর। শিগগিরই আসছে তার অভিনীত ‘হাফ গার্লফ্রেন্ড’। তবে এর আগে আলোচনায় ছিলেন ফারহান আখতারের সঙ্গে সম্পর্ক নিয়ে। সম্প্রতি কলকাতায় আইপিএলে শ্রদ্ধার পারফরম্যান্সও ছিল ভক্তদের কাছে মনোমুগ্ধকর।
সাম্প্রতিক বিষয় নিয়ে ভারতীয় একটি মিডিয়ায় অনেকটা খোলাখুলি কথা বললেন এই নায়িকা। প্রশ্ন করা হয়েছিল, আপনি ফারহান আখতারের গার্লফ্রেন্ড এমন একটা কথা শোনা যাচ্ছে…
উত্তরে শ্রদ্ধা বলেন, ‘ফারহানের সঙ্গে সম্পর্কের কথা শুনলে হাসি পায়। এই সব পড়ে আর শুনে আমি হাসি চাপতে পারি না! কমেডি টিভি শোয়ের মতোই উপভোগ্য বিষয়টা। আমার পরিবারের সকলেও এখন বিষয়টাকে আর গুরুত্ব দিচ্ছে না।
পরের প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল ‘হাফ গার্লফ্রেন্ড’-এ হিন্দি ভাষাকে গুরুত্ব দেয়া হয়েছে। বাড়িতে হিন্দি বলেন?
শ্রদ্ধা জানান, ‘অনেকেরই ধারণা, ইংরেজিতে কথা বলা মানেই সেটা খুব কুল। খুব ভুল ধারণা। আমি ছোটবেলা থেকেই দাদু-দিদার সংস্পর্শে থেকেছি। তাই মরাঠিও জানি। বাড়িতে হিন্দি, ইংরেজি, মরাঠি সবই বলে থাকি। ক্লাস নাইনের পর আমেরিকান স্কুলে পড়াশোনা করতে গিয়েছিলাম। সেখানে গিয়ে হিন্দি পড়া বন্ধ হয়ে যায়। পরীক্ষায় খুব একটা ভাল নম্বর অবশ্য হিন্দিতে কোনও দিনই পাইনি। তবে একবার অঙ্কে ফেল করেছিলাম!