খােলা বাজার২৪।। সোমবার, ৮ মে, ২০১৭: প্রথমে অপু বিশ্বাস, এরপর ওমর সানীর সন্তান ফারদিন শাকিব খানের উপর হামলার বিষয়ে কথা বলেছেন। এবার অভিনেতা অমিত হাসান এ বিষয়ে মুখ খুললেন। কয়েকদিন আগেও চিত্রনায়ক অমিত হাসান চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদের দায়িত্বে ছিলেন। তবে এবারের নির্বাচনে তিনি জায়েদ খানের নিকট হেরেছেন।
জায়েদ খান এবারের নির্বাচনে মোট ২৭৯ ভোট পেয়ে জয়লাভ করেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অমিত হাসান ১৪৫ ভোট পান। তবে ভোটের পরাজয় নিয়ে কোনো আফসোস নেই তার। অমিত হাসান মানবজমিনকে বলেন, নির্বাচনে হার-জিত থাকবে, এটা নিয়ে আমার কোনো আফসোস নেই। তবে নির্বাচনের ফলাফলের আগে শিল্পী সমিতির রানিং প্রেসিডেন্ট শাকিব খানের উপর হামলা করা হয়েছে। এটা আমি মেনে নিতে পারছি না।
ভোটের ফলাফল প্রকাশে বিলম্ব হওয়ার কারণে একজন সভাপতি হিসেবে ভোট গণনাকেন্দ্রে প্রবেশ করে খোঁজখবর নিতেই পারেন। তিনি ওখানে ঢুকে তো ব্যালট পেপার ছিনতাই করেননি বা কোনো ভাঙচুর করেননি। তাহলে কে বা কারা তাকে ভোট গণনাকেন্দ্র থেকে বের হওয়ার সময় হামলা করল তার বিচার আমি চাইব। এর বিচার হওয়া আগে দরকার। শাকিব শুধু একজন সুপারস্টার না তিনি শিল্পী সমিতির দু’বারের সভাপতি। আমরা শিল্পীরা একহয়ে এর প্রতিবাদ জানাব। তিনি আরো বলেন, কাজ না থাকলে আর এফডিসিতে যাব না। নিজের পরিবারকে সময় না দিয়ে এফডিসিতে সময় দিয়েছি এতদিন। কারণ এফডিসিকে নিজের পরিবার ভাবতাম। আর এখন তার ফলাফল এভাবে পাব আমরা ভাবিনি। শিল্পী সমিতির পরিবেশ তো এমন ছিল না। এখন কেনো এমন হচ্ছে এটাই শুধু প্রশ্ন আমার।