Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বুধবার, ১০ মে, ২০১৭: 56চিত্রনায়িকা পরীমনি। চলচ্চিত্রে ব্যস্ততার ফাঁকে মাঝে মাঝে বিজ্ঞাপনের কাজ করেন। সম্প্রতি একটি নতুন বিজ্ঞাপনে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। আগামী সপ্তাহে সিলেটে চাটনির এই বিজ্ঞাপনের দৃশ্যধারণ হবে। এটি তার সপ্তম বিজ্ঞাপন।

পরীমনি বলেন, ‘বিজ্ঞাপনের প্রস্তাব আসে অনেক, কিন্তু ভাবনা পছন্দ হয় না। এই চাটনির বিজ্ঞাপনের ভাবনা ভালো লেগেছে। তাই রাজি হয়েছি।’

তিনি আরও বলেন, ‘এটা আমার সপ্তম বিজ্ঞাপন। সপ্তম শব্দটা বলতে গিয়ে ছোটবেলার একটা স্মৃতি মনে পরে গেল। আমি প্রতি বছর দৌড় প্রতিযোগিতায় প্রথম অথবা দ্বিতীয় হতাম। এক বছর আমি সপ্তম হয়েছিলাম। এ সময় মাঠে চিৎকার করে কেঁদেছিলাম। বাসায় ফিরেও কেঁদেছিলাম। সেদিনের কথা মনে হলে এখন হাসি পায়।’

পরীমনি অভিনীত সম্প্রতি মুক্তি পেয়েছে শাহ আলম মণ্ডল পরিচালিত ‘আপন মানুষ’ নামে একটি ছবি। এখানে তার বিপরীতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী। মুক্তির অপেক্ষায় আছে মালেক আফসারীর ‘অন্তর জালা’ ও গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’। এ ছাড়া বর্তমানে পরীমনি অভিনীত বেশ কয়েকটি ছবির শুটিং চলছে।