Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

12খােলা বাজার২৪।। রবিবার , ১৪ মে, ২০১৭: ইউনিসেফের সঙ্গে সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া জিম্বাবুয়েসহ দক্ষিণ আফ্রিকার বেশ কিছু দেশে পরিদর্শন করেন। ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ভিডিও, ছবি পোস্ট করেন তিনি। সেখানে আত্মসম্মান বজায় রাখা এবং নিজের অবমূল্যায়ন না করার শিক্ষা দেন তিনি। শুধু কথোপকথন না, তাদের সঙ্গে ডান্সও করতে দেখা যায় তাকে।
আবারো আলোচনায় সেই প্রিয়াঙ্কা, তবে এবারের বিষয় একেবারে ভিন্ন। বিকিনি পরিহিত ছবি নিয়ে আবারো আলোচনায় আসলেন। সম্প্রতি মিয়ামি বিচে আবারো বোল্ড লুকে দেখা গেল প্রিয়াঙ্কাকে।
‘বেওয়াচ’র প্রচারে আপাতত মিয়ামিতে রয়েছেন তিনি। সেখানে বিকিনি পরেই সমুদ্রে নেমেছিলেন তিনি। সেই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই অনলাইনে তা ভাইরাল।
‘বেওয়াচ’ দিয়েই হলিউডে ডেবিউ করছেন প্রিয়াঙ্কা। আগামী ২৫ মে মুক্তি পাবে ছবিটি। ‘কোয়ান্টিকো’র তুমুল সাফল্যের পর এই ছবিতেও তাকে নিয়ে প্রত্যাশাও অনেক।
শোনা যাচ্ছে এরমধ্যে পরের হলিউডি প্রজেক্টেও স্বাক্ষর করে ফেলেছেন প্রিয়াঙ্কা। ‘আ কি়ড লাইক জ্যাক’ নামে একটি ছবিতে নাকি অভিনয় করবেন বলেও শোনা যাচ্ছে। তবে নায়িকা প্রিয়াঙ্কা কিন্তু এটা নিয়ে স্পষ্ট কিছু বলেননি।