Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। সোমবার , ১৫ মে, ২০১৭: 14ছোটপর্দায় পরিচিত মুখ সিয়াম আহমেদ। নানামাত্রিক চরিত্রে অভিনয় করে তিনি দর্শকপ্রিয়তা পেয়েছেন। অন্যদিকে নুসরাত ইমরোজ তিশা, ছোটপর্দার শীর্ষস্থানীয় অভিনেত্রীদের একজন তিনি।

নতুন খবর হচ্ছে, সিয়াম-তিশা প্রথমবারের মতো জুটিবেঁধে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকটির নাম ‘সঙ্গী’। ইমরাউল রাফাতের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন সজীব খান।

এই নাটকে প্রথমবার তিশার সঙ্গে অভিনয় করতে পেরে ভীষণ উচ্ছ্বাসিত সিয়াম। তিনি বলেন, ‘তিশা আপুর সঙ্গে প্রথমবার কাজ করে অনেক কিছু শিখলাম। কাজটি আমার হৃদয় ছুঁয়ে গেছে, এককথায় আমি তৃপ্ত। আশা করছি, দর্শকদেরও ‘সঙ্গী’ নাটকটি হৃদয় ছুঁয়ে যাবে।’

তিশা বলেন, ‘নতুন যারা কাজ করছে তাদের মধ্যে সিয়ামের সঙ্গে কাজ করে ভালো লেগেছে। কাজের প্রতি সে খুবই মনযোগী। আমাদের জুটির প্রথম এই নাটকটি দর্শকদের দেখার আমন্ত্রণ জানাই।’

এদিকে ‘সঙ্গী’ নাটকটি নির্দেশনায় মাধ্যমে নাট্য-নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন সজীব খান। তাই প্রথম নাটক পরিচালনায় ক্ষেত্রে তিনি ছিলেন বেশ যত্নশীল। বলেন, ‘নাটকটি নির্মাণের আগে আমি গল্প নির্বাচনে সচেতন ছিলাম। সঙ্গী নাটকের মূল শক্তি হচ্ছে এর গল্প।’

তিনি আরও বলেন, ‘এ ছাড়া সিয়াম-তিশা আপু সবাই দারুণ অভিনয় করেছেন। সব মিলিয়ে নাটকটি দর্শকদের জন্য দারুণ বয়ে আনবে আমি দৃঢ় বিশ্বাস করি।’

নাটকে সিয়াম-তিশা স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। তবে তাদের দাম্পত্য জীবন আর পাঁচটা দম্পতির মতো না। সেটা কেমন? ‘জানতে হলে নাটকটি দেখতে হবে’- বললেন নির্মাতা সজীব।

সিয়াম-তিশা ছাড়াও ‘সঙ্গী’ নাটকে আরও অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, হাসনাত রিপন, রেইনি, লাবণ্য প্রমুখ। আবদুল্লাহ আল নোমানের প্রযোজনায় ‘সঙ্গী’ নাটকটি শিগগিরই আরটিভিতে প্রচারিত হবে।