Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বুধবার , ১৭ মে, ২০১৭: 10আসন্ন নির্বাচনে ফেনী ৩ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী।

বছরের শুরু থেকেই অভিনয় ও নির্মাণ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন রোকেয়া প্রাচী। জানুয়ারীতে একটি নাটক নির্মাণ করলেও এরপর তাকে আর নির্মাণে দেখা যায়নি। অন্যদিকে বুদ্ধদেব দাশগুপ্তর পরিচালনায় ‘উড়োজাহাজ’ চলচ্চিত্রে অভিনয়ের কথা থাকলে হঠাৎ এ নির্মাতা অসুস্থ হয়ে পড়ায় পিছিয়েছে চলচ্চিত্রটির কাজ। সেপ্টেম্বরে শুরু হবে চলচ্চিত্রটির শুটিং। তবু, ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী। সোমবার এমনটাই বললেন তিনি। জানালেন, চমকে যাওয়ার মতো নতুন খবর।

দীর্ঘদিন ধরেই শুধু অভিনয়ই নয়, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে ব্যস্ত রেখেছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী। টিভি ও চলচ্চিত্রের নন্দিত এ অভিনেত্রী এবার সরাসরি মানুষের সেবায় নিয়োজিত হতে চান। হতে চান সংসদ সদস্য। যার কারণে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নিজ এলাকা ফেনী ৩ আসনে নিয়মিত যাতায়াত করছেন তিনি। সপ্তাহে দুদিন সময় দিচ্ছেন এলাকার মানুষের সঙ্গে।

বললেন, “সরাসরি পলিটিক্সটা করছি এখন। আমার আসন ফেনী-৩। কাজ করছি এলাকায়। আগামী নির্বাচনে মনোনয়ন চাইবো। ভবিষ্যতে নির্বাচনের যে প্রক্রিয়া সুযোগ পেলে সে প্রক্রিয়ায় অংশ নিতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীতো সবাইকে নির্দেশ দিয়েছেন যার যার এলাকায় কাজ করতে। আমি যেহেতু আওয়ামী লীগের একজন কর্মী সেহেতু সে নির্দেশমতই কাজ করছি। দেখা যাক।”

১৯৯৭ সালে ‘দুখাই’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে রোকেয়া প্রাচীর। প্রথম চলচ্চিত্রেই অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এরপর বেশ কিছু দর্শকননন্দিত চলচ্চিত্র ও টিভি নাটকে অভিনয় করেন তিনি।