Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শনিবার, ২০ মে, ২০১৭: 59ঢাকাই ছবির একসময়ের জনপ্রিয় নায়িকা বাংলাদেশ সহকারী চিত্রপরিচালক সমিতির সদস্য পদ নিয়েছিলেন ভবিষ্যতে ছবি পরিচালনা করবেন বলে। তবে সম্প্রতি এই সদস্য পদ স্থগিত করেছে সমিতি। গতকাল সমিতির সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এফডিসির জহির রায়হান অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় এই সাধারণ সভা।

সমিতির সভাপতি এস আই ফারুক বলেন, ‘আমাদের সমিতির সদস্যপদের জন্য শাবনূর লিখিতভাবে অনুরোধ করলে, আমরা তাঁকে কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য সহকারী পরিচালক সমিতির সদস্য পদ দেই। কিন্তু পদ পাওয়ার পর তিনি আর আমাদের সঙ্গে যোগাযোগ রাখেননি। তাই সমিতির গঠনতন্ত্র অনুযায়ী আমরা ওনার সদস্য পদ স্থগিত রেখেছি।’

ফারুক আরো বলেন, ‘আমাদের সমিতিতে অভিনেতা অমিত হাসান আছেন। তিনি সবগুলো কার্যক্রমে অংশ নেন। ওমর সানির ছেলে ফারদিনও সমিতির সদস্য, তিনি দেশের বাইরে থেকেও আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন। যে কারণে শাবনূর দেশের বাইরে থেকেও আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন বলে আমরা আশা করেছিলাম।’

সদস্য পদের ওপর থেকে কীভাবে স্থগিতাদেশ উঠবে জানতে চাইলে ফারুক বলেন, ‘আসলে তিনি চলচ্চিত্রের জন্য অনেক কিছু করেছেন, যে কারণে ওনার প্রতি সম্মান দেখিয়ে আমরা সদস্য পদ বাতিল করিনি। এখন তিনি দেশে ফেরার পর যদি আমাদের কাছে লিখিতভাবে জানান যে তিনি কেন আমাদের সঙ্গে যোগাযোগ রাখেননি এবং আমাদের সমিতির মাসিক চাঁদা পরিশোধ করেন, তাহলে আমরা আবার কার্যনির্বাহী কমিটির মিটিংয়ে ওনার বিষয়টি বিবেচনা করব।’

বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন শাবনূর। আগামী মাসে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।