Mon. Aug 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

8খােলা বাজার২৪।। রবিবার, ২১ মে, ২০১৭: ইউনিসেফের সঙ্গে সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া জিম্বাবুয়েসহ দক্ষিণ আফ্রিকার বেশ কিছু দেশে পরিদর্শন করেন। ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ভিডিও, ছবি পোস্ট করেন তিনি। তবে এবারের বিষয় একেবারে ভিন্ন। বিকিনি পরিহিত ছবি নিয়ে আবারো আলোচনায় আসলেন। সম্প্রতি মিয়ামি বিচে আবারো বোল্ড লুকে দেখা গেল প্রিয়াঙ্কাকে।

এই অভিনেত্রীর ভক্তরা সেই ছবি দেখে নতুন করে প্রেমে পড়ে গিয়েছেন। তবে প্রিয়াঙ্কা কিন্তু এখনও বিকিনি পরে সবার সামনে দাঁড়াতে পছন্দ করেন না। সাধারণ ভারতীয় মহিলাদের মতো তারও লজ্জা লাগে। স্বয়ং প্রিয়ঙ্কাই এ কথা জানিয়েছেন। যদিও লজ্জা পেলেও, স্যুইমস্যুট পরে বিচে ঘুরে তার ভাল লেগেছে বলে জানিয়েছেন ‘বেওয়াচ’-খ্যাত অভিনেত্রী।

ভারতের মতোই মার্কিন যুক্তরাষ্ট্রেও জনপ্রিয় হয়ে উঠেছেন প্রিয়াঙ্কা। নব্বয়ের দশকের বিখ্যাত মার্কিন টিভি সিরিজ ‘বেওয়াচ’ নিয়ে যে ছবি হয়েছে, তাতে খলনায়িকা ভিক্টোরিয়া লিডসের চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। তিনি বিকিনি পরে মিয়ামি বিচে হাঁটা প্রসঙ্গে বলেছেন, ‘বিচে যাওয়ার আগে বিকিনি পরে নিজেকে আয়নায় দেখে সেক্সি লাগছিল। যদিও বিচে গিয়ে লজ্জা লাগছিল। কিন্তু বিচে সূর্যের আলো আমার উপর পড়ছিল, হাওয়ায় চুল এলোমেলো হয়ে যাচ্ছিল, সমুদ্রের জলের সুগন্ধ ভাল লাগছিল।’

প্রিয়াঙ্কার সৌন্দর্যে তামাম দুনিয়ার ভক্তরা মুগ্ধ। তবে এই অভিনেত্রীর দাবি, তিনি অন্যদের মতো জিমে যান না, ডায়েটও করেন না। তিনি খেতে ভালবাসেন। যখন ইচ্ছা হয় তখনই খান।

অন্যরকম