খােলা বাজার২৪।। রবিবার, ২১ মে, ২০১৭: শুরুটা হয়েছিলো চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে। আর তা গড়িয়ে গেছে নায়করাজ রাজ্জাকের পরিবারে। বিষয়টি নিয়ে সমালোচনার মুখে পড়েছে সিনেমাপাড়া। অনেকেই মনে করছেন, এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা বাংলাদেশের চলচ্চিত্র ধ্বংস করার একটি প্রক্রিয়া।
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়নের সরকারি প্রতিষ্ঠান বিএফডিসিতে সম্প্রতি চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। শিল্পী সমিতির নির্বাচনের রাতে তাকে ‘লাঞ্ছিত’ করা হয়। এর আগে তাকে নিষিদ্ধ করা হয়।
এরপর পরিচালক শামীম আহমেদ রনির পরিচালক সমিতির সদস্যপদ বাতিল করা হয়। পরিচালক সমিতিকে ‘হেয়’ করে মন্তব্য করায় চিত্রনায়ক-পরিচালক বাপ্পারাজকে আইনি নোটিশ পাঠায় পরিচালক
সমিতি।
এবার ঘটনার বেড়াজালে জড়ানো হয়েছে ঢাকাই সিনেমার মহানায়ক রাজ্জাককে। পরিচালক সমিতির বর্তমান মহাসচিব বদিউল আলম খোকন নায়করাজ রাজ্জাককে কটূক্তি করেছেন, এমনই অভিযোগ জোরালোভাবে ঘুরছে ফিল্মপাড়ায়।
বিষয়টি নিয়ে বেশ আলোচনা-সমালোচনা চলছে সিনেমা অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ কেউ এই বিশৃঙ্খলাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক বলেন, “এফডিসিতে গত কয়েকদিন ধরে যা ঘটছে, তা দেশীয় সিনেমাকে শেষ করে দেয়ার প্রক্রিয়া। বাংলা সিনেমার স্বার্থে এই বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে উদ্যোগী হতে হবে।”
পুরো ঘটনা নিয়ে রাজ্জাক পরিবারও হতাশ। নায়করাজের বড় ছেলে বাপ্পারাজ প্রশ্ন তুলেছেন পরিচালক সমিতি ও মহাসচিবের কার্যক্রম নিয়ে। ছোট ছেলে সম্রাট পরিচালক সমিতি নিয়ে কোনো মন্তব্য না করলেও শিল্পী সমিতি ও প্রযোজক সমিতি থেকে নিজেকে প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন।
এর আগে ২০ মে নায়করাজকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করেন বদিউল আলম খোকন। খোকনের এমন মন্তব্যের প্রতিবাদ করলে ‘প্রেমের তাজমহল’ খ্যাত নির্মাতা গাজী মাহবুবকে ধাওয়া করে বিএফডিসি থেকে বের করে দেয়া হয়।
তবে এসব নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি নায়করাজ রাজ্জাক।