Thu. Sep 18th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। বুধবার, ২৪ মে, ২০১৭: 22ভারতের উত্তরখণ্ডের উত্তর কাশিতে ভাগীরথী নদীতে বাস পড়ে নিহত হয়েছেন ২৩ হিন্দু তীর্থযাত্রী। এ ছাড়া আহত হয়েছেন আরো ৭ জন। মঙ্গলবার মধ্যপ্রদেশের ইন্দোর থেকে কেদারনাথে তীর্থযাত্রীরা বাসে করে যাচ্ছিলেন। সন্ধা ৭টার সময় দুর্ঘটনা ঘটে বলে জানায় হিন্দুস্তান টাইমস।

বাসে মোট ২৯ জন তীর্থযাত্রী ছিলেন। দু’টি বাসে করে তীর্থযাত্রীরা ইন্দোরের তীর্থস্থান চার ধাম থেকে আসছিলেন। এ সময় বাস চালকের অসাবধানতাবশত বাস নদীতে পড়ে যায়।

তীর্থযাত্রীদের বেশিরভাগই ইন্দোরের বেতমা, হাতোর ও তার পাশের গ্রামের বাসিন্দা। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, নিহতদের আত্মীয়দের দুই লাখ রুপি দেওয়া হবে। আহতদের চিকিৎসার জন্য উত্তরকাশি ও চিন্যলিসাউরের হাসপাতালে নেওয়া হয়েছে।