Wed. Sep 17th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭: 4মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় সমালোচকদের মধ্যে একজন হলেন রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস। এতদস্বত্তেও জীবনে প্রথমবার পোপের সঙ্গে মুখোমুখি সাক্ষাত করলেন তিনি।

বুধবার ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাত করেন ট্রাম্প। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া, কন্যা ইভাংকা, জামাতা জারেড কুশনার, পররাষ্টমন্ত্রী রেক্স টিলারসন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টার।

এসময় ইভাংকা এবং মেলানিয়ার পরনে কালো রঙের পোশাক ছিল। ভ্যাটিকানের ঐতিহ্যবাহী রীতিনীতি অনুযায়ী মেলানিয়া তার পুরো মাথা কাপড়ে আবৃত করলেও ইহুদী ধর্মে দীক্ষা নেয়া ইভাংকা আংশিক ঢেকে রেখেছিলেন।

ক্যাথলিক ধর্মাবলম্বী মেলানিয়া পোপকে তার জন্য আশীর্বাদ করতে বলেন।

ভ্যাটিকান কর্তৃপক্ষ জানায়, ট্রাম্প এবং পোপের এই সাক্ষাতে উভয়েই আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন। বিশেষ করে অভিবাসন, জলবায়ু পরিবর্তন এবং যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ। প্রসঙ্গত এই বিষয়গুলো নিয়েই ট্রাম্পের সঙ্গে পোপের দন্দ্বের সৃষ্টি হয়েছিল।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোপের সঙ্গে সাক্ষাতকে অসাধারণ বলে উল্লেখ করেন।

২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর গত সপ্তাহে সৌদি আরব ভ্রমণের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম বিদেশ সফর শুরু করেন। এরপর তিনি ইসরাইল এবং পশ্চিম তীর ভ্রমণ করার পর বুধবার ভ্যাটিকানে যান।

ট্রাম্প বর্তমানে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস অবস্থান করছেন। এখানে তিনি ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সূত্র: বিবিসি