Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। রবিবার, ২৮ মে, ২০১৭:  56ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের ছাড়াছাড়ি হতে পারে। এবিপি আনন্দ পত্রিকা সূত্রে জানা যায়, অশান্তির কারণ বচ্চন পরিবার। বিয়ের পর থেকেই ঐশ্বরিয়া চেয়েছিলেন, স্বামীকে নিয়ে আলাদা ঘর বাঁধতে। শ্বশুর-শাশুড়ির থেকে পৃথক হয়ে অন্যত্র থাকতে চান তিনি। কিন্তু তা সম্ভব হয়নি এখনও। এ নিয়ে দুজনের মধ্যে নিয়মিত অশান্তি হয়। শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে ঐশ্বরিয়ার খিটিমিটি রোজকার ঘটনা। তাতেও অভিষেকের সঙ্গে তার সম্পর্ক খারাপ হয়েছে। আর এখন ত্যক্ত-বিরক্ত ঐশ্বরিয়া ঠিক করেছেন, জুনিয়র বচ্চনকে ডিভোর্স দেবেন তিনি।
যদিও এই খবরের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
তবে অভি-অ্যাশের স্বর্গ যে আর আগের মতো নেই, তার আঁচ পাওয়া গিয়েছিল সরবজিতের প্রিমিয়ারে। ফটোশুটের মাঝ থেকে আচমকা বেরিয়ে যান অভিষেক। ঐশ্বরিয়ার অস্বস্তি ধরা পড়ে সকলের সামনে। যদিও পরে বলিউডের এই সর্বাধিক খ্যাতনামা দম্পতি অস্বীকার করেন সব গুজব।
২০০৭-এ বিয়ে করেছেন ঐশ্বরিয়া-অভিষেক। তাদের ৫ বছরের একটি মেয়ে রয়েছে।