খােলা বাজার২৪।। সোমবার, ২৯ মে, ২০১৭: হঠাৎ গতকাল রোববার দুপুরের পর থেকেই অসুস্থ ছোট ও বড় পর্দার তারকা বিদ্যা সিনহা মিম। শুরুতে অতিরিক্ত জ্বর, এরপর সারা শরীর জুড়ে অসহ্য ব্যাথা আর বমি। রাতে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন মিমের বাবা। সব কিছু শুনে চিকিৎসক বললেন, এটা চিকুনগুনিয়ার লক্ষণ। সম্পূর্ণ বিশ্রাম আর চিকিৎসা–সংক্রান্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ দেন তিনি। তিন দিন পর রক্তের কিছু পরীক্ষা করতে হবে। রাতে এভাবেই বললেন মিমের মা ছবি সাহা।
এনটিভিতে এবার ঈদে মিমের একটি একক নাচের অনুষ্ঠান হবে। পাঁচটি নাচ। পাঁচ ধরনের সাজ। প্রতিটি নাচে নিজেকে নানা ভাবে উপস্থাপন। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নৃত্যপরিচালক কবিরুল ইসলাম রতনের তত্ত্বাবধানে গত পাঁচদিন টানা মহড়া করেছেন মিম। মহড়া করেছেন বাসায়ও। কথা ছিল, আজ সোমবার সকাল থেকে অনুষ্ঠানটির রেকর্ডিং করা হবে। না, মিমের অসুস্থতার খবর পেয়ে এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল সৈয়দ তা স্থগিত করেছেন।
ছবি সাহা জানান, কলকাতা থেকে ফেরার পর মিম এই অনুষ্ঠানের জন্য অনেক প্রস্তুতি নিয়েছে। জ্বর নিয়েও আজ সোমবার মিম অনুষ্ঠানের রেকর্ডিং করতে চেয়েছিল।
অসুস্থতার কারণে রাতে একেবারেই কথা বলতে পারেননি মিম।
মিম এখন ভারতের বাংলা ছবিতে অভিনয় করছেন। ছবির নাম ‘ইয়েতি অভিযান’। সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কাকাবাবু’ সিরিজের ‘পাহাড়চূড়ায় আতঙ্ক’ উপন্যাস নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। পরিচালক সৃজিত মুখার্জি। এই ছবিতে প্রসেনজিতের সঙ্গে অভিনয় করছেন মিম। ছবির শুটিংয়ের ফাঁকে সম্প্রতি তিনি ঢাকায় ফিরেছেন।