খােলা বাজার২৪।। বুধবার, ৩১ মে, ২০১৭: ছবির শুটিংয়ে শাহরুখ খানের আহত হবার ঘটনা নতুন নয়। এবার আনন্দ এল রাই’র পরের ছবির শুটিং সেটে বিপদজনক দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন যেনো কপালের জোরেই।
কিং খান আঘাতপ্রাপ্ত না হলেও দু’জন কর্মী আহত হয়েছেন। শাহরুখ যেখানে বসেছিলেন ঠিক তার বিপরীত দিকেই অস্থায়ীভাবে তৈরি করা ছাদের একটি বড় অংশ ধসে পড়ে।
মুম্বাই মিরর একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ওই ছাদের ওপর একটি সমতল মই ভেঙে পড়ে। আঘাত মারাত্মক না হওয়ায় আহত দু’কর্মীকে তাড়াতাড়িই হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। দু’দিনের জন্য শুটিং বন্ধ করা হয়েছে। এই সপ্তাহের শেষে ফের শুটিং শুরু হবে।
গেলো রোববারের এ দুর্ঘটনায় শাহরুখ অক্ষত থাকায় তার ভক্তরা হাফ ছেড়ে বাঁচতেই পারেন।
শাহরুখ ছাড়াও এ ছবিতে অভিনয় করছেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ। এতে বামন চরিত্রে অভিনয় করছেন শাহরুখ। অন্যদিকে, আনুশকাকে দেখা যাবে মানসিক ভারসাম্যহীন এক মেয়ের চরিত্রে। সিনেমাটিতে নিজের ভূমিকাতেই অভিনয় করবেন ক্যাটরিনা।
‘জব তক হ্যায় জান’র পর এ ছবিতে ফের একসঙ্গে দেখা যাবে শাহরুখ, আনুশকা ও ক্যাটরিনাকে।