Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বুধবার, ৩১ মে, ২০১৭:  30জীবিকার তাগিদে মৌসুমি গ্রামের ধান মাড়ানোর মিলের কাজ করেন। গ্রামের নানা প্রতিকূল অবস্থায় তিনি লড়ে যান। জীবিকার তাগিদে এভাবেই এগিয়ে যায় মৌসুমীর জীবন। এমন একটি নারী কেন্দ্রিক গল্প নিয়ে নির্মিত হচ্ছে নাটক ‘গোলাপজান’। সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় করছেন লাক্স তারকা মৌসুমি হামিদ। এছাড়া আরও অভিনয় করছেন আবুল কালাম আজাদ।

মৌসুমি হামিদ বলেন, একেবারে গ্রামের সংগ্রামী একজন নারীর চরিত্রে অভিনয় করেছি। আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে এমন নারী হরহামেশাই খুঁজে পাওয়া যায়। অনেক খাটতে হয়েছে গোলাপজানের জন্য। দর্শকদের কাছে জাকটি ভালো লাগলে পরিশ্রম সার্থক হবে।

আগামী ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।