Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

29kখােলা বাজার২৪।। রবিবার, ৪ জুন, ২০১৭: করণ জোহরের ‘অ্যায় দিল হ্যাঁয় মুশকিল’-এ শেষবার বড়পর্দায় দেখা গিয়েছিল ঐশ্বরিয়া রাই বচ্চনকে। এরপর বিভিন্ন চিত্রনাট্য পড়েছেন নায়িকা। কিন্তু পছন্দ মতো চরিত্র নাকি পাননি। তবে নতুন খবর, রাকেশ ওমপ্রকাশ মেহরার পরের ছবি ‘ফ্যানি খান’-এ অভিনয় করবেন বচ্চন-বধূ ঐশ্বরিয়া।

গত বছর শিরোনামে এসেছিল ছবিটি। হালের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপূরের বাবা অনিল কাপূর শেয়ার করেছিলেন ছবিটির ফার্স্ট লুক। রাকেশের প্রযোজনায় ছবিটি পরিচালনা করবেন অতুল মঞ্জরেকর। এটিই তার ডেবিউ ছবি। এই বছরের শেষের দিকে শুটিং শুরু হবে বলে জানা গেছে।

যদিও ঐশ্বরিয়া নিজে এখনও এই ছবিতে অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেননি। রাকেশের কাছ থেকেও অফিশিয়ালি কিছু জানানো হয়নি। ‘মেরে পেয়ারে প্রাইম মিনিস্টার’ ছবি নিয়ে আপাতত ব্যস্ত রয়েছেন রাকেশ।

সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে ঐশ্বরিয়া জানিয়েছিলেন, দু’টি চিত্রনাট্য তার পছন্দ হয়েছে। তার মধ্যে একটি ‘ফ্যানি খান’ বলে খবর প্রকাশ করেছে ভারতীয় মিডিয়া। সবকিছু ঠিক থাকলে ‘হাম আপকে দিল ম্যায় রহতে হ্যায়’ সিনেমার পর অ্যাশ-সুনিলকে আবারো একসঙ্গে দেখা যাবে।