খােলা বাজার২৪।। সোমবার , ৫ জুন, ২০১৭: অরিজিৎ দাস চৌধুরি, কলকাতা থেকে: এমনিতে থাকেন কুল কুল। কিন্তু ক্ষেপলে শাহরুখের থেকে খতরনাক আর হয়তো কেউ হয় না বলিউডে। তবে অবশ্য এই তালিকা থেকে বাদ সলমন খান ! সে নয় অন্য কথা, তবে এবার কিং খান যা করলেন, তা নিয়ে তুফান উঠেছে গোটা সোশ্যাল নেটওয়ার্কে ! গল্পটি হচ্ছে, স¤প্রতি শাহরুখ গিয়েছিলেন দুবাইয়ে। আর সেখানে গিয়েই হল বিপত্তি। দুবাইয়ের এক টিভি শোয়ে হাজির হয়েছিলেন শাহরুখ। শোয়ের নাম রমিজ আন্ডারগ্রাউন্ড। আর সেই শো চলাকালীনই সঞ্চালকে মারতে গেলেন শাহরুখ।
ঘটনাটি হল, শোয়ে শাহরুখের সঙ্গে রসিকতা করতে গিয়েই ঘটল উলটে বিপদ। শাহরুখকে বসানো হল একটা গাড়িতে। আর সেই গাড়িকে নিয়ে যাওয়া হল এক চোরাবালির মধ্যে। যেই না গাড়িটা চোরাবালির মধ্যে গিয়ে ঢুকল, গাড়ির মধ্যে থাকা অন্যান্য অভিনেতারা তো কাঁদা থেকে বেরিয়ে এলেন, কিন্তু শাহরুখকে বেরতে বেশ কষ্ট করতে হল। আর এই ঘটনাকেই খুব একটা ভালো চোখে দেখেননি শাহরুখ। চড়াও হলেন সঞ্চালকের ওপর। সঞ্চালককে মারতেও গেলেন শাহরুখ !