খােলা বাজার২৪।। বুধবার , ৭ জুন, ২০১৭: বলিউডের পর্দা কাপান অভিনেত্রী যিনি তার অভিনয় জীবন শুরু করেছিলেন একজন শিশু শিল্পী হিসেবে। সেই শ্রীদেবী ২০১২ সালে ‘ইংলিশ ভিংলিশ’ ছবির পর ‘মম’ চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন। ছবিটির ট্রেলার সম্প্রতি মুক্তি পায়। দর্শকদের কৌতূহল জাগানো এক অভিনেতা হল নওয়াজউদ্দিন সিদ্দিকী, ছবিতে তাকে দেখা গেছে অর্ধেক টাক, চশমা পোরা অদ্ভুত চেহারায়। প্রথম বারের মত তিনি অভিনেত্রী শ্রীদেবীর সাথে অভিনয় করছেন। তিনি স্বীকার করেন যে ‘মম’ ছবিতে সাইন করার প্রধান কারণটি ছিল শ্রীদেবীর সঙ্গে ছবিতে অভিনয় করার সুযোগ।
নওয়াজ আরো বলেন, শ্রীদেবী তাকে ‘মম’ ছবিতে অভিনয়ের জন্য অনেক সাহায্য করেছেন এমনকি তার আসন্ন ছবি ‘মান্টো’ তেও তাকে সাহায্য করেছেন। ‘ফ্রাকি আলীর’ চরিত্রকে প্রাণবন্ত করে তুলার জন্য শ্রীদেবী “কঠোর পরিশ্রমী ও শৃঙ্খলাবদ্ধ” হন, এমনকি তিনি সংলাপ বলার কৌশল পরিবর্তন করার জন্য প্রস্তাব দেন।
নওয়াজ বলেন যে তিনি শ্রীদেবীর অনেক বড় ফ্যান ছিলেন। তিনি যখন এনএসডি (ন্যাশনাল স্কুল অফ ড্রামা) স্কুলে ছিলেন তখন ‘চালবাজ’, ‘চাঁদনি’, ‘সাদ্মা’ এবং ‘লামহে’ ছবির মতো শ্রীদেবীর চলচ্চিত্রগুলো দেখতেন।