Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। রবিবার, ১১ জুন, ২০১৭:  46বলিউড তারকা দীপিকা পাডুকোনের সঙ্গে রণবীর সিংয়ের প্রেমের গুঞ্জন এখন অবশ্য পুরোনো বিষয়। শোনা যায়, চার বছর ধরেই তাঁদের মধ্যে প্রেম চলছে। এবার প্রেমের সম্পর্কে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছেন দীপিকা ও রণবীর। ডিএনএ ইন্ডিয়ার সংবাদে জানা গেল, তাঁরা নাকি শিগগিরই একই ভবনের দুটি ভিন্ন অ্যাপার্টমেন্টে থাকতে শুরু করবেন, মানে প্রতিবেশী হবেন।
মুম্বাইয়ের খারে রণবীর সিংয়ের বড় একটি অ্যাপার্টমেন্ট আছে, আর দক্ষিণ মুম্বাইয়ের একটি অ্যাপার্টমেন্টে থাকেন দীপিকা। ধারণা করা হচ্ছে, রণবীর দ্রুত নিজের ঠিকানা পাল্টে দীপিকার ভবনে ঘাঁটি গাড়বেন।
মিড ডের খবরেও প্রকাশ হয়েছে, দীপিকার বাসভবনে রণবীর অ্যাপার্টমেন্ট কেনার পরিকল্পনা করছেন। এটা যদি সত্যি খবর হয়, তাহলে দীপিকা ও রণবীর সিং প্রতিবেশী হতে চলেছেন। আর এরই মধ্য দিয়ে তাঁদের সম্পর্ক আরো একধাপ এগিয়ে যাবে।
রণবীর ও দীপিকার প্রেম মাঝখানে শোনা যাচ্ছিল আর বোধ হয় টিকবে না। দীপিকার হলিউড যাত্রার পরই ওই ভাঙনের সুর শোনা গিয়েছিল। কিন্তু না, সেই শঙ্কা উড়িয়ে দিয়ে এখন দেখা যাচ্ছে তাঁদের সম্পর্ক মজবুত হওয়ার পথে। এমনও হতে পারে তাঁরা শিগগির বিয়েটাও সেরে ফেলতে পারেন।
বর্তমানে সঞ্জল লীলা বানসালির ‘পদ্মাবতী’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন রণবীর ও দীপিকা দুজনই।