Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

16খােলা বাজার২৪।।শনিবার, ২৪ জুন, ২০১৭:তথ্যপ্রযুক্তি (আইসিটি) আইনে করা একটি মামলায় মডেল ও উপস্থাপিকা তুলনা আল হারুন ও তার ছোট ভাই লায়েক আলীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বনানীর নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করে থানা পুলিশ।
বনানী থানার এসআই বিশ্বজিৎ জানান, তুলনা আল হারুনের সহকর্মী ঈশানী ইনাজিবা বাদী হয়ে ২১ জুন বনানী থানায় মামলাটি করেন।
মামলায় অভিযোগ করা হয়, স্যোশাল মিডিয়া ব্যবহার করে বাদীকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা চালান তুলনা আল হারুন ও তার ছোট ভাই লায়েক আলী। পুলিশ সূত্রে জানা গেছে, মডেল তুলনা আল হারুন নাট্যব্যক্তিত্ব প্রয়াত আবদুল্লাহ আল মামুনের ভাতিজি।
২০০৭ ‘ইউ গট দ্য লুক’ নামের এক সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বিনোদন মিডিয়ায় নাম লেখান তিনি। ওই বছরই তিনি গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন।
তিনি বেশ কয়েকটি নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন।
এছাড়া র‌্যাম্প মডেল ও কয়েকটি টেলিভিশনে অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে কাজ করেছেন। তাদের শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।