খােলা বাজার২৪।। মঙ্গলবার, ২৭ জুন, ২০১৭: কিছুদিন আগেও সাবিলাকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মুঠোফোনে যোগাযোগ করলেই সাড়া পাওয়া যেত। কিন্তু এ বছরের ১৫ মার্চের পর থেকে হঠাৎ অন্তরালে নতুন প্রজন্মের অভিনেত্রী সাবিলা নূর। তার নাটকের অনেক ঘনিষ্ঠ বন্ধু এবং শিল্পীরাও কোনও খোঁজ জানাতে পারছিলেন না।
কোথায় আছেন, কেমন আছেন একমাত্র পরিবার ছাড়া আর কেউ জানত না। সহশিল্পীরাও অবাক। কী হলো? কোনো খারাপ খবর নয়তো!
মাঝখানে তো এক ভিডিও স্ক্যান্ডালে জড়িয়ে বেশ ঝামেলাই পোহাতে হয়েছিল তাকে। যদিও ভিডিওটি তার ছিল না। আর বর্তমানে গুঞ্জনের এই সময়ে ফেসবুকে সার্চ দেখা গেল সাবিলা নূরের ফেসবুক অ্যাকাউন্টটিও ডিএকটিভ করা।
তাহলে তিনি এখন কোথায়? তিনি কি দেশে আছেন নাকি আমেরিকা? এদিকে গত ঈদেও নাটকে নিয়মিত ছিলেন তিনি। কিন্তু এবারের ঈদে তিনি নেই। তবে অনেক আগে অপূর্বের সঙ্গে অভিনীত একটি নাটক প্রচার হবে এবার। নাটকটির নাম ‘পাশাপাশি’। ঈদের দ্বিতীয় দিন একুশে টেলিভিশনে প্রচার হবে এটি।
ব্রেকিংনিউজ