Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শুক্রবার, ৩০ জুন, ২০১৭:  9রোজার ঈদে তিনটি নতুন ছবি মুক্তি পেয়েছে। এর মধ্যে দুটি যৌথ প্রযোজনা (নবাব ও বস টু)। দেশীয় একক প্রযোজনার একমাত্র ছবি ছিল ‘রাজনীতি’। আর এই ছবি দিয়ে দীর্ঘ এক বছর পর পর্দায় হাজির হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। ছবিতে আবার তার বিপরীতে আছেন সুপারস্টার শাকিব খান।
স্বাভাবিকভাবে সবাই ধারণা করেছিলেন এবারের ব্যবসাসফল ছবির তালিকায় সবার উপরে থাকবে ‘রাজনীতি’র নাম। কিন্তু সেটা হলো না। কারণ ‘নবাব’ ও ‘বস টু’ সিনেমা হল পেয়েছে দু’শর বেশি। বিপরীতে অপুর ছবির হল সংখ্যা মাত্র ৪০। তাই পিছিয়ে পড়েছেন তিনি। আবার দর্শকও যৌথ প্রযোজনার ছবির দিকে ঝুঁকছেন। কারণ এসব ছবির নির্মাণ দেখে তারা মুগ্ধ। তাদের কাছে এটা যৌথ না একক সেটা মুখ্য না।
বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস। তিনিই ঈদের ছবিগুলোর মধ্যে একমাত্র প্রধান বাংলাদেশের নায়িকা। ‘নবাব’ ছবিতে শাকিব খানের বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। আর ‘বস টু’তে কলকাতার জিতের বিপরীতেও আছেন শুভশ্রী। যদিও এর একটি চরিত্রে দেখা গেছে বাংলাদেশের অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। তবে তার চরিত্রটি মুখ্য নয়।
এ কারণে সিনেমাবোদ্ধারা আশা করেছিলেন যেহেতু অপু একমাত্র নায়িকা তাই তার ছবি দেখতে দর্শক হলে যাবেন। কিন্তু ছবি মানেই হচ্ছে নায়কপ্রধান। দর্শক সাধারণত নায়কের নাম শুনেই সিনেমা হলে যান। ‘রাজনীতি’র নায়ক শাকিব খান। তিনি দেশের সুপারস্টার। তার অনেক ভক্ত। ফলে ছবিটি সুপারহিট হবেই এমন ধারণা ছিল সাবার। তবে এখানে শাকিবের বাধা শাকিবই। ‘নবাব’ ছবিতে তার লুক, অভিনয় মুগ্ধ করেছে সবাইকে। ফলে ‘রাজনীতি’ নিয়ে কারো মাথাব্যথা নেই! মাথাব্যথা ছিল না শাকিব খানেরও। তাই ছবি মুক্তির আগে তিনি ‘নবাব’ নিয়েই মাথা ঘামিয়েছেন।

এত কিছুর পরও অপু বিশ্বাস আশা করেছিলেন তার ছবিটি দেখবেন দর্শক। কিন্তু কম সিনেমা হলের কারণে সে আশায় শুরুতেই ধাক্কা। তিনি বলেন, ‘সিনেমা হল কম না পেলে আমার ছবিটি এবার সেরা ছবি হতো। তারপরও যে কয়টি হলে মুক্তি পেয়েছে, সেগুলো দর্শক ভর্তি ছিল। তারা ছবিটির প্রশংসা করেছেন।’ ছবি মুক্তির আগে কিছু না বললেও মুক্তির পর শাকিব বলেন, ‘ঢাকায় যমুনা ব্লকবাস্টারে ঈদের দিন থেকেই ছবির প্রতিটি শো ছিল হাউজফুল।
ঢাকার বাইরের সিনেমাহল থেকেও ভালো সাড়া ফেলেছে। ছবির গল্পই দর্শক টানছে। আশা করছি দ্বিতীয় সপ্তাহেও দর্শকদের এই ভিড় অব্যাহত থাকবে। নির্মাতা বুলবুল বিশ্বাস অনেক মেধাবী। তিনি গল্পটি বেশ ফুটিয়ে তুলতে পেরেছেন। সে অনেক পরিশ্রম করেছে। এই ছবির সাফল্যের পুরো কৃতিত্ব নির্মাতাকে দিতে চাই।’
এক বছর পর সিনেমা হলে মুক্তি পেয়েছে অপু বিশ্বাসের ছবি। মানে এটাকে তার প্রত্যাবর্তন বলা যায়। অপু চেয়েছিলেন একটি ধামাকা দিয়ে পর্দায় ফিরতে। পেরেছেন? তিনি বলেন, ‘হয়ত বেশি হলে মুক্তি পায়নি আমার ছবি, কিন্তু আমি যেভাবে চেয়েছিলাম ঠিক সেভাবেই পর্দায় আসতে পেরেছি। কারণ, মানুষ আমাকে দেখতে এতদিন পরও হলে গেছে, এটাই বড় পাওয়া।’