Tue. Sep 16th, 2025
Advertisements

4kখােলা বাজার২৪।। সোমবার, ৩ জুলাই, ২০১৭: রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরে রাজলক্ষ্মী কমপ্লেক্সের বিপরীতে পাশাপাশি দুটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার ভোর ৫টার দিকে সি-শেল রোস্তারাঁ ভবন এবং তার পাশের ভবনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতিউর রহমান দুইজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সেখানে থেকে একজন পুরুষ ও একজন নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।