Fri. Sep 19th, 2025
Advertisements

5kখােলা বাজার২৪।। সোমবার, ৩ জুলাই, ২০১৭: মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ৬ আরোহীর সবাই নিহত হয়েছে।

রোববার জানিয়েছে কর্তৃপক্ষ, একটি ফিশিং ট্রিপে বিমানটি যুক্তরাষ্ট্রের শিকাগো থেকে কানাডা যাচ্ছিল।

বিধ্বস্ত সেসনা ৪২১ বিমানটি শনিবার ভোর ৩টা ২১ মিনিটে হারমনি শহরের কাছে বিধ্বস্ত হয় বলে বলে জানিয়েছে প্রাইস কাউন্টি শেরিফ দপ্তর। এলাকাটি অঙ্গরাজ্যটির বৃহত্তম শহর মিলওয়াকি থেকে ২৫০ মাইল উত্তর-পশ্চিমে।

নিহতরা সবাই পূর্ণবয়স্ক বলে জানায় কর্তৃপক্ষ, তবে তাদের নাম প্রকাশ করেনি।

বিমানটি বনাচ্ছিদ একটি জলাভূমি এলাকায় বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন প্রাইস কাউন্টি শেরিফ দপ্তরের লেফটেন্যান্ট গাবি লিন্ড।

ন্যাশনাল ট্রান্সপোর্ট সেইফটি বোর্ডের (এনটিএসবি) কর্মকর্তারা জানিয়েছেন, রাত দেড়টার দিকে স্থানীয় আবহাওয়ার বিষয়ে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলারদের কাছে রিপোর্ট করেছিলেন বিমানটির পাইলট, পরে বিমানটি রাডার থেকে হারিয়ে যায়; আরো পরে ওই এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়।

শনিবার বিকেলে জর্জিয়া অঙ্গরাজ্যে অপর একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৪জন নিহত হন বলে জানিয়েছে মারি কাউন্টির শেরিফ দপ্তর।