Sat. Sep 20th, 2025
Advertisements

6খােলা বাজার২৪।। বুধবার, ৫ জুলাই, ২০১৭: খবর ছড়িয়েছে অনন্ত জলিলের আগামী ছবি ‘দ্য স্পাই’ তে অভিনয় করবেন অপু বিশ্বাস। খবরটি অপুর নজরে আসার পর বিস্ময় প্রকাশ করেছেন তিনি। বাংলাদেশ প্রতিদিনকে অপু বলেন, ছবিটিতে অভিনয় করা দূরের কথা এখনো এ নিয়ে প্রাথমিক আলাপও হয়নি। রমজানে বঙ্গ বিডির ইফতার পার্টিতে যোগ দিয়েছিলাম আমি। সেখানে অনন্ত জলিল এবং বর্ষাও উপস্থিত ছিলেন।

আমাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়। তাদের সঙ্গে নানা বিষয়ে আলাপের এক পর্যায়ে অনন্ত জলিল আমার কাছে জানতে চান আমি তার পরবর্তী ছবি ‘দ্য স্পাই’ তে অভিনয় করব কিনা। এর জবাবে আমি তাকে জানিয়েছি, ঈদে মুক্তি প্রতীক্ষিত আমার ‘রাজনীতি’ ছবিটি মুক্তি পাওয়ার পর এ ছবির রেজাল্ট দেখে আমি আমার আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণ করব। এর বাইরে এ নিয়ে আর কোনো কথা হয়নি।

তারপরেও বিভিন্ন মাধ্যমে কীভাবে আমি অনন্তর ছবি ‘দ্য স্পাই’তে অভিনয় করছি এমন সংবাদ প্রকাশ হলো তা বুঝতে পারছি না। আমার সঙ্গে কথা না বলে আমাকে নিয়ে এমন সংবাদ প্রকাশ করা মানে আমাকে ও অনন্ত-বর্ষাকে বিব্রত করা। আশা করব আগামীতে এ ধরনের ভিত্তিহীন সংবাদ আর কেউ প্রকাশ করবে না।