Sat. Sep 20th, 2025
Advertisements

25kখােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭: বাংলাদেশি বংশোদ্ভূত রুশ নাগরিক হৃদি শেখ এবার ভারতের স্টার প্লাস চ্যানেলের ‘ড্যান্স প্লাস সিজন থ্রি’ নাচের প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

জানা গেছে, হৃদি সেখানে বাংলাদেশ ও রাশিয়ার প্রতিনিধিত্ব করছেন।

হৃদি শেখ এখন আছেন ভারতের মুম্বাইয়ে। সেখান থেকে সংবাদ মাধ্যমকে জানান, রাশিয়া ও ইউক্রেনের কয়েকটি রিয়্যালিটি শোতে অংশ নিয়েছেন তিনি। সেখানে তিনি নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার আর মডেল হিসেবে সমান জনপ্রিয়। স্বপ্ন ছিল নাচ নিয়ে অনেক দূর যাবেন। তাকে এই সুযোগ করে দিয়েছে ‘ড্যান্স প্লাস’।

বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, রাশিয়া, থাইল্যান্ড, নরওয়ের প্রতিযোগী আছেন ‘ড্যান্স প্লাস সিজন থ্রি’ নাচের প্রতিযোগিতায়। তাদের সঙ্গেই নাচছেন হৃদি শেখ। এখানে হৃদি শেখকে প্রশিক্ষণ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের কুমারী সুরাজ—কত্থক ও ভরতনাট্যমসহ ভারতীয় বিভিন্ন নৃত্যশৈলীর ফিউশন করে তিনি নতুন একটি ধারা তৈরি করেছেন। এর নাম ‘বলিওয়াক’।

হৃদি এখন হাউস অব সুরাজে কাজ করছেন। ‘হাউস অব সুরাজ’ মেয়েদের নৃত্যদল। এখানে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, নরওয়ে, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী ও স্বাধীন নৃত্যশিল্পীদের খুঁজে বের করা হয়।

‘ম্যাঙ্গোলি-চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১৫’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হৃদি শেখ।