খােলা বাজার২৪।। শনিবার, ৮ জুলাই, ২০১৭: মামলার হাত থেকে রেহাই পেতে গত ৬ জুলাই শেষ পর্যন্ত লুধিয়ানা আদালতে পৌঁছান রাখি সাওয়ান্ত। জামিনও পেয়েছেন।
গত বছর একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে বাল্মিকী মুনিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার পর তার বিরুদ্ধে মামলা দায়ের হয়। কিন্তু যেনতেন ভাবে রাখি আদালতে যাননি, নিয়েছিলেন বোরখার ছদ্মবেশ।
‘খুল্লম খুল্লা’ রাখি হঠাৎ বোরখার আড়ালে কেন? ভারতীয় মিডিয়া বলছে, আদালত চত্বরে মিডিয়া যাতে তাকে চিনতে না পারে, সে জন্যই বোরখাকে ঢাল করেছিলেন রাখি।
কখনও জনসমক্ষে গায়ক বন্ধুকে চুমু, তো কখনও বিতর্কিত টুইট বা বেফাঁস মন্তব্য, দীর্ঘদিন ধরেই রাখি নানা কারণে বলিউডের ‘বিতর্কিত’ চরিত্র। অভিনেত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয় ‘বাল্মীকি কমিউনিটি’র সদস্যরা। তাদের দায়ের করা অভিযোগের ভিত্তিতে রাখির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
চলতি বছর ফের রাখির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করে লুধিয়ানা আদালত। তবে তাতে মেলেনি রাখির খোঁজ। শেষ পর্যন্ত গতকাল আদালতে গিয়ে আত্মসমর্পণ করলেন রাখি। দু’টি এক লাখ রুপির ব্যক্তিগত বন্ডে জামিন পান অভিনেত্রী।