খােলা বাজার২৪।। শনিবার, ৮ জুলাই, ২০১৭: সম্প্রতি চলচ্চিত্রাঙ্গণের বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীকে নিয়ে চলছে সমালোচনা। একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদগার করছে। এবার নতুন করে সমালোচনার ঝড় তুললেন খল অভিনেতা মিশা সওদাগর। তিনি চিত্রনায়িকা মৌসুমীকে ‘বয়স্ক অভিনেত্রী’ বলে সম্বোধন করেছেন।
শনিবার সন্ধ্যায় এফডিসিতে শিল্পী সমিতির কার্যালয়ে এমন মন্তব্য করেন মিশা। এ বিষয়ে তিনি বলেন, মৌসুমী একজন বয়স্ক অভিনেত্রী। তার প্রতি ‘সম্মান’ জানানোর জন্যই ‘বয়স্ক’ কথাটি বলেছি। অন্যকিছু নয়। মানে তিনি অনেক ‘সিনিয়র’ অভিনেত্রী। সেই ১৯৯২ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবি দিয়ে শুরু করেছেন। অনেকদিন ধরেই ইন্ডাষ্ট্রিতে কাজ করছেন। ফলে উনি সব বিষয়েই জানেন, বোঝেন।
সাংবাদিকদের সঙ্গে মিশা সওদাগরের এই কথোপকথনের কারণ ছিল সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্য হিসেবে মৌসুমীর শপথ গ্রহণ না করা এবং পদত্যাগ প্রসঙ্গে। কেন মৌসুমী শপথ নেননি? কিংবা তার পদ কি খালিই থেকে যাবে? এমন প্রশ্নে মিশা সওদাগর বলেন, ‘উনি কলেজ পরীক্ষা (নির্বাচন) দিয়েছেন। পাশও করেছেন। কিন্তু আনফরচুনেটলি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হননি। তার মানে তিনি এই বিশ্ববিদ্যালয়ের (শিল্পী সমিতি) ছাত্রীই নন। কারণ তিনি শপথ গ্রহণ করেননি। যিনি আমাদের ছাত্রী নন, তাকে নিয়ে তো আগ বাড়িয়ে ভাবনার কিছু নেই। হ্যাঁ এটা ঠিক, উনি বয়স্ক একজন অভিনেত্রী। উনাকে আমরা সম্মান করি।
মৌসুমী সম্পর্কে এমন কথোপকথনের পরই বিএফডিসিতে আনুষ্ঠানিকভাবে শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন নায়ক ফেরদৌস। তাকে শপথ বাক্য পাঠ করান সভাপতি মিশা সওদাগর।