Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। রবিবার, ৯জুলাই, ২০১৭:  82ইরানের সেরা চিত্রকর্মগুলোর এক নিলাম হয়ে গেল গত শুক্রবার তেহরানের পারসিয়ান আজাদি হোটেলে। রীতিমত মিলিয়ন মিলিয়ন ডলারে কেনা বেচা হয়েছে এবং তা পৌঁছে যায় শিল্প সমঝদার ক্রেতাদের হাতে। একটি মাত্র চিত্রকর্ম ছাড়া ৭২টি শিল্পকর্ম যাদের মধ্যে ১৩টি ক্লাসিক ও ৫৯টি আধুনিক তার সবগুলোই বিক্রি হয়ে গেছে এ নিলামে। গত ২০১৫ সালে ১২৬টি ও গত বছর ৮০টি শিল্পকর্ম নিলামে উঠেছিল। তবে এবার নিলামে শিল্পকর্মের মূল্যমান ছিল যথাক্রমে ওই দুই বছরের তুলনায় দেড় লাখ ও আড়াই লাখ ডলার বেশি। এবার চিত্রকর্ম বিক্রি হয়েছে মোট ৭০ লাখ মার্কিন ডলার মূল্যের।

গত শুক্রবার এ নিলামে ইরানের বিখ্যাত কবি ও চিত্রশিল্পী সোহরাব সেফারির আঁকা ‘ট্রি ট্রাঙ্ক’ নামের চিত্রটি ৮ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়। এ প্রতিথযশা শিল্পী ১৯২৮ সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন ১৯৮০ সালে। ইরানের চিত্রকর্মের ইতিহাসে এটি সর্বোচ্চ মূল্যে বিক্রি হয়েছে।

চিত্রশিল্পী ও ভাস্কর পারভিজ তানাভোলির ভাস্কর্য ‘ পোয়েট এন্ড কেজ’ দ্বিতীয় সর্বোচ্চ মুল্যে ৬ লাখ ৬৫ হাজার ডলারে বিক্রি হয়। দুটি চিত্রকর্ম যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ মূল্যে ৩ লাখ ২০ হাজার ডলারে বিক্রি হয়েছে। এ নিলামে ১৩৫ বছরের পুরোনো ১৯ শতকের বিখ্যাত চিত্রশিল্পী মোহাম্মদ গাফফারির (১৮৫৯-১৯৪০) ‘কামাল-ওল- মোলক’ ছবিটি ছিল তৃতীয় সর্বোচ্চ মূল্যে বিক্রিত ছবির একটি। এ নিলামে নেতৃত্ব দেন অভিনেতা, চিত্রনাট্যকার, পরিচালক ও টিভি উপস্থাপক হোসেইন পাকদেল।

এবারের নিলাম প্রখ্যাত চলচ্চিত্রকার আব্বাস কিয়ারোস্তমির একটি ছবি বিক্রির ডাক দিয়ে শুরু হয়। স্নো হোয়াইট’ নামে এ ছবিটি বিক্রি হয় ৬০ হাজার ডলারে। গত জুলাই মাসে আব্বাস কিয়ারোস্তমি মারা যান। ফিনান্সিয়াল ট্রিবিউন/ তেহরান টাইমস