খােলা বাজার২৪।। সোমবার, ১০ জুলাই, ২০১৭: হলিউডের অভিনেতা মাইকেল এনরাইট অভিনয় ছেড়ে আইএসের বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন। নিজের শহর ম্যানচেষ্টার ছেড়ে তিনি সিরিয়ায় অবস্থান করছেন। আইএসকে পরাজিত না করে ফিরবেন না।
২০১৫ সালে সিরিয়ার বিদ্রোহী গ্রুপ ওয়াইপিজি’র সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে এই যুদ্ধ শুরু করেন ব্রিটিশ এ অভিনেতা।
৫৩ বছর বয়সী এই অভিনেতা নিরীহ মানুষকে হত্যা রোধ ও মানব কল্যাণের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেন। অভিনয় করার সময় সোয়াত পুলিশ টিমে কাজ করার অভিজ্ঞা ছিল এনরাইটের।
ওই সময় থেকেই এ ব্যাপারে তাঁর আগ্রহ তৈরি হয়। পরে এ কাজের সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি। আইএসের কিছু স্পর্শকাতর ঘটনা তাকে তাদের বিরুদ্ধে যেতে বাধ্য করে।
তাকে মর্মাহত করার কয়েকটি ঘটনা মধ্যে উল্লেখযোগ্য হলো লন্ডন ব্রিজে হামলা চালিয়ে নিরীহ মানুষকে হত্যা, মোহাম্মদ ইমওয়াজি উগ্রপন্থির মাধ্যমে মার্কিন সাংবাদিক জ্যামস ফলির শিরচ্ছেদ।
এছাড়া গত মে মাসে ম্যানচেস্টার স্টেডিয়ামে মার্কিন সঙ্গীত শিল্পী আরিয়ানা গ্র্যান্ডের কনসার্টে আত্মঘাতী বোমা বিস্ফোরণ। ওই বিস্ফোরণে কেড়ে নিয়েছিল ২৩ টি তাজা প্রাণ।
বিশ্বব্যাপি মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএসের সন্ত্রাসমূলক কর্মকাণ্ড তাকে মর্মাহত করে। এভাবে নিজের চোখের সামনে অপরাধ না করেও মানুষ হত্যার জন্য তিনি জঙ্গি গোষ্ঠী আইএসকে নির্মূল করতে নেমেছেন।
এনরাইটের ভাষায়, আইএসের পরাজয় নিশ্চিত, ইতোমধ্যে ইরাকের মসুল এবং সিরিয়ার আইএসের তথাকথিত রাজধানী রাকা নগরী তাদের হাত ছাড়া হয়ে গেছে। বিশ্ব থেকে তাদের নিশ্চিহ্ন। দ্য ইনডিপেন্ডেন্ট, সম্পাদনা: রবিউল