খােলা বাজার২৪।। মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭: তাকে বলা হয় ‘গসিপ কুইন’। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আলোচনায় উঠে আসে তার নাম। বলছি রাখী সাওয়ান্তের কথা। বিরাট কোহলির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আবারো খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি।
একটি নিউজ পোর্টালে দেওয়া ভিডিও সাক্ষাৎকার রাখী বলেছেন, আমরা স্বপ্নেও ভাবিনি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ১৮০ রানে হেরে যাব। তোমার দলের খেলোয়াড়রা ফাইনালের আগে সারা রাত পার্টি করেছে। কী করে তাদের থেকে ভাল রান আশা করতে পারি! তোমার যকৃৎ ও ফুসফুস যদি ঠিকভাবে কাজ না করে, তাহলে রান করতেই পারবে না। কোহলি তুমি মদ্যপান আর ধূম্রপানটা কমাও।’
রাখী এখানেই শেষ করেননি। তিনি বলেছেন, কোহলি তুমি আমাকে ক্যাপ্টেন করে দাও। তোমার চোখকে অন্য কোথাও ঘুরতে দেব না। তবেই তুমি ভাল ক্রিকেট খেলতে পারবে।’