Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শুক্রবার, ১৪জুলাই, ২০১৭:  7এ সময়ের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী পরীমণি। একে পর এক নতুন ছবিতে অভিনয় করে যাচ্ছেন এই তিনি। নিজের কাজ দিয়ে খবরের শিরোনামে থাকছেন বছরজুড়ে। কিন্তু এবার তিনি খবরের শিরোনামে এলেন মনের গোপন মানুষের খবর। কিছুটা রাখঢাক করে পরীমণি নিজের আপন মানুষটিকে নিয়ে কথাবার্তা বলেছেন এতদিন। এই মানুষটি সম্পর্কে জানতে ভক্তদের ছিল অধীর আগ্রহ।

তবে সব কিছুর অবসান ঘটিয়ে পরীর প্রেমিক নিজেই জানালেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে। মানুষটি কে! পরীর প্রেমিকের নাম তামিম হাসান। এ প্রসঙ্গে পরীমণি বলেন, ‘রিলেশনশিপ বলতে যা বোঝায় সেটাই বুঝে নিন। প্রেম করা তো আর অপরাধ নয়। আমার কাছে এটি একটি স্বর্গীয় ব্যাপার। এটা নিয়ে কৌতূহলের কিছু নেই। এক কথায়- প্রেম করেছি, বেশ করেছি। ’

তিনি আরও বলেন, ‘এটা নিয়ে গুঞ্জন বা ফিসফাঁসের কিছু নেই। সবার কাছে অনুরোধ, বিষয়টাকে যেন দৈনন্দিন জীবনের অংশ হিসেবেই দেখা হয়। ’ অন্যদিকে তামিম দীর্ঘ সময় বিনোদন সাংবাদিকতা ও এফএম রেডিও উপস্থাপনা করতে গিয়ে শ্রোতাদের কাছে পরিচিতি পেয়েছেন লাভগুরু হিসেবে। বাংলাদেশ প্রতিদিন