খােলা বাজার২৪।। শুক্রবার, ১৪জুলাই, ২০১৭: সাইফ আলী খান এবং কারিনা কাপুর খানের ছেলে তৈমুর আলী খানের নতুন ছবিতে, তাকে যেন পাতৌদির নবাবের মতোই লাগছিল। ছবিতে দেখা যায়, সাদা পাজামা পাঞ্জাবি পড়ে তৈমুরকে বসিয়ে রাখা হয়েছে সোফায়। তৈমুরের বাম হাত হাঁটুতে আর ডান হাত সোফায়। ছবিটি যেন তার ভবিষ্যতকেই জানান দিচ্ছে।
অর্থাৎ পাতৌদির ভবিষ্যৎ কর্ণধার হিসেবে তার লুকটি যেন এই ছবির মাধ্যমেই ফুটে উঠেছে। আর ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে লুকটি।
তৈমুরকে এতদিন অন্য পোশাকে (যেমন: ট্রাউজার, টি-শার্ট) দেখা গেলেও, এবারই প্রথম তাকে এই পোশাকে দেখা গেল। মা কারিনাও যেন বেশ চমকে গিয়েছেন ছেলের এমন লুকে। কারণ, এতদিন তিনি ছেলের লুককে কাপুরদের প্রতিনিধি বলে দাবি করে এসেছেন। বিশেষ করে তার নীল চোখকে। এমনকি স্বামী সাইফের সাথেও নাকি মাঝে মাঝেই এটা নিয়ে খুনসুটি চলতো। কিন্তু ছেলের এই নতুন লুকে, কারিনাও তাকে যেন পাতৌদিদের নতুন ভার্সন বলেই স্বীকার করে নিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস।