খােলা বাজার২৪।। শনিবার, ১৫ জুলাই, ২০১৭: সম্প্রতি ইন্সটাগ্রামে দীপিকা পাড়ুকন একটি সাদাকালো ছবি পোস্ট করেছেন। ছবি দিয়েই বডি শেমিংয়ের শিকার হলেন তিনি। ভক্তরা প্রচুর নেতিবাচক কমেন্ট করছেন ছবিতে। সবারই একই প্রশ্ন দীপিকা কি অপুষ্টিতে ভুগছেন?
ছবির কমেন্টে ভক্তরা দীপিকাকে বেশি করে খাওয়ার পরামর্শ দিয়েছেন এবং ওজন বাড়িয়ে তারপরেই ইনস্টাগ্রামে ছবি শেয়ার করতে বলেছেন। অনেকেই বলছেন দীপিকা অতিরিক্ত ডায়েট করতে গিয়ে স্বাভাবিক উজ্জ্বলতা ও কমনীয়তা হারিয়ে ফেলেছেন। কেউ কেউ আবার মজা করে লিখেছেন, দীপিকা হয়তো এখনও রণবীর কাপুরের জন্য বিষণ্ণতায় ভুগছেন। একটি জুয়েলারি ব্র্যান্ডের মডেল হিসেবে ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের জন্য করা এই ফটোশুট প্রশংসার চাইতে সমালোচনাই বেশি কুড়িয়েছে।
দীপিকা বর্তমানে সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবতী’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ছবিতে দীপিকার সঙ্গে থাকছেন রণবীর সিং এবং শহীদ কাপুর। ১৭ নভেম্বর মুক্তি পাবে ছবিটি। হিন্দুস্তান টাইমস।