Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। রবিবার, ১৬ জুলাই, ২০১৭:  53ছোট পর্দার তারকা শখ আর নিলয়ের বিয়ে ভেঙে গেছে? এমনটাই মনে করছেন অনেকে। শোনাও যাচ্ছে তা। কারণ ফেসবুকে শখের ‘রিলেশনশিপ স্ট্যাটাস’ এখন সিঙ্গেল। আর নিলয়ের সম্পর্কের জায়গায় নেই শখের নাম। তবে শখ কিংবা নিলয় নিজেদের বিয়ে কিংবা সম্পর্কের ভাঙন নিয়ে কিছু বলেননি।

এদিকে শখ আর নিলয় যে আর একসঙ্গে নেই, এটা শতভাগ পরিষ্কার। তাদের সম্পর্ক নিয়ে অনেক দিন ধরে নানা কানাঘুষা শোনা গেছে। তার সহকর্মীদের কাছ থেকে জানা গেছে, কয়েক মাস ধরে তারা দুজন নাকি এক ছাদের নিচে থাকছেন না।

শখ এখন আছেন মালয়েশিয়ায়। সেখানে একটি নাটকের শুটিং করছেন। আর দেশে থাকার সময়ও তিনি এ ব্যাপারে কিছু বলতে চাননি। তবে নিলয় দেশে আছেন। তিনি জানিয়েছেন, ব্যক্তিজীবন নিয়ে তিনি কোনো কথা বলবেন না।

একটি টেলিকম কোম্পানির বিজ্ঞাপনচিত্রে কাজ করতে গিয়ে শখ আর নিলয় কাছাকাছি আসেন। এরপর ধীরে ধীরে তা প্রেমে পরিণত হয়।

গত বছর ৭ জানুয়ারি হঠাৎ বিয়ে করেন শখ ও নিলয়। বিয়ের খবর জানাজানি হওয়ার পর ফেসবুকে শখ ‘রিলেশনশিপ স্ট্যাটাস’ পরিবর্তন করে ‘ম্যারেড টু নিলয় আলমগীর’ লিখেছিলেন।