খােলা বাজার২৪।। রবিবার, ১৬ জুলাই, ২০১৭: ইরানের চলচ্চিত্র পরিচালক ও লেখক আলীরেজা কাশেমির ‘লাঞ্চটাইম’ ব্রাজিলে ৫ম ফ্রাপা পোর্তো আলেগরি স্ক্রিনরাইটিং ফেস্টিভালে এ্যাওয়ার্ড পেয়েছে। সেরা টাইটেল, সেরা ডায়লগ ও সেরা স্ক্রিনপেলের জন্যে উৎসবে স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র বিভাগে এ্যাওয়াড পায় ‘লাঞ্চটাইম’।
চলচ্চিত্রের গল্পে ১৬ বছরের এক তরুণী যে তার মায়ের লাশ ফিরে পেতে আমলাতান্ত্রিক জটিলতার মুখোমুখি হতে হয়। ল্যাটিন আমেরিকায় এ উৎসব বেশ নামকরা আয়োজন হিসেবে বিবেচিত। তেহরান টাইমস