এরই ধারাবাহিকতায় সম্প্রতি রাজ দ্য নিউ সুলতান নামের নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বাপ্পি। এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করবেন তিনি। নবাগত নির্মাতা সালমান বিন আকরাম পরিচালিত রাজ দ্য নিউ সুলতান সিনেমায় বাপ্পির বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়িকা জলি।
এ প্রসঙ্গে বাপ্পি চৌধুরী রাইজিংবিডিকে বলেন, রাজ দ্য নিউ সুলতান সিনেমাটির গল্প শুনেছি। দারুণ একটি গল্প। গল্প ও আমার চরিত্রটি ভালো লেগেছে বলেই এ সিনেমায় কাজ করতে আগ্রহ প্রকাশ করেছি। আশা করছি কাজটি ভালো হবে।
অ্যাকশন ঘরানার এ সিনেমাটি সুইডেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে চিত্রায়ন হবে বলে জানা গেছে। এর আগে একই নির্মাতার অচেনা পৃথিবী সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বাপ্পি। এতেও বাপ্পির বিপরীতে অভিনয় করছেন জলি।
বাপ্পি বর্তমানে ‘দাগ’ সিনেমার ডাবিং করছেন। তারেক শিকদার পরিচালিত এ সিনেমায় বাপ্পির বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা আঁচল আঁখি ও বিদ্যা সিনহা মিম।